ইংল্যান্ডকেও হারানোর লক্ষ্য টাইগ্রেসদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ধারা আজও বজায় রাখতে চায় টাইগ্রেসরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। শক্তিশালী ইংলিশদেরকেও হারিয়ে লক্ষ্যে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চায় নিগার সুলতানা জ্যোতিরা। ভারতের গোয়াহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। পরশু ভারত ৮৮ রানে হারিয়েছে পাকিস্তানকে।

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পা রাখার আগে বাংলাদেশ লক্ষ্য ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়। নিজেদের প্রথম লক্ষ্য পূরণ করেছে শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানকে হারিয়ে। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে গত বৃহস্পতিবার পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা টাইগ্রেসরা শক্তিশালী ইংল্যান্ডকেও হারাতে আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। যা টুর্নামেন্টের বাকি অংশে ভালো করতে দলকে উজ্জীবিত করে।’

দলের পারফরম্যান্স নিয়ে জ্যোতি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে মারুফা ভালো বোলিং করেছে। নিজের ভূমিকা সম্পর্কে সে খুব ভালো বুঝে ও খুব আত্মবিশ্বাসী থাকে। অভিষেক ম্যাচে দারুণ ব্যাটিং করেছে ঝিলিক। প্রথম ইনিংসের পর আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলার পরিকল্পনা করেছিলাম।’

বিশ্বকাপ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু হয়েছে ইংল্যান্ডেরও। গোয়াহাটিতে বোলারদের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে ২০.৪ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৭০ রানের টার্গেটকে ১৪.১ ওভারেই পেরিয়ে যায় ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংলিশদের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-২০তেও চারবারের মাঠের লড়াইয়ে একবারো জয়ের দেখা মেলেনি বাংলাদেশের।