ক্রীড়া ডেস্ক
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়েই এসেছিল অস্ট্রেলিয়া। নারী ওয়ানডে বিশ্বকাপের আগের ১২ আসরের মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন অসিরা। এই আসরে কিন্তু গত পরশু দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে চার উইকেট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে ৩৩৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় ৯ বল হাতে রেখে পাঁচ উইকেটে জয়ে ফাইনালে জায়গা করে নেয় আসরের স্বাগতিকরা। ফাইনালের আগে বিদায় নেয়াটা হতাশার। আরো বেশি হতাশার, সেই পরাজয়ে নিজের দায় থাকা। সেই যন্ত্রণাকে সঙ্গী করেই বিশ্বকাপকে বিদায় বলেছেন অসি অধিনায়ক অ্যালিসা হিলি।
আগামী ওয়ানডে বিশ্বকাপে ট্রফি জয়ের আশা নিয়ে আবার ফিরবে অস্ট্রেলিয়া। যদিও দু’টি ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকা আর ফিরবেন না বিশ্ব আসরে, এমনটাই জানালেন হিলি। ২০১৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন হিলি। গত বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনিই। ৩৫ বছর বয়সী এই তারকা আগামী বিশ্বকাপ আসার আগেই পেরিয়ে যাবেন ৩৯। এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে থাকা দুনিয়ার সেরা ও সবচেয়ে বিপজ্জনক ব্যাটারদের একজন হিলি। আগামী বছর টি-২০ বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। সংক্ষিপ্ত ভার্সনে ছয়বার বিশ্বকাপজয়ী হিলি সেখানে হয়তো খেলবেন। তবে ওয়ানডে বিশ্বকাপের অধ্যায় তার এখানেই শেষ। যদিও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন কি না- তা নিশ্চিত করেননি হিলি। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার সামনের পথচলা নিয়ে তার রোমাঞ্চ তুমুল।



