রয়টার্স
রাশিয়া পারমাণবিক অস্ত্রসহ বড় ধরনের সামরিক মহড়া চালানোর পর দেশটির গুরুত্বপূর্ণ তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের যুদ্ধ শেষ করার প্রতি রাশিয়ার প্রতিশ্রুতির অভাব আছে, এমন অভিযোগ করে বুধবার এসব নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠকের পরিকল্পনা বাদ যাওয়ার একদিন পর নতুন এসব নিষেধাজ্ঞা জারি হলো। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর যুদ্ধযন্ত্রের তহবিল জোগানোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোসনেফট ও লুকোয়েলকে নিষেধাজ্ঞার লক্ষ্যস্থল করা হয়েছে।
এই পদক্ষেপ রাশিয়ার বিষয়ে হোয়াইট হাউজের হঠাৎ পরিবর্তন হিসেবে চিহ্নিত হলো। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য হোয়াইট হাউজ একবার মস্কোর ওপর চাপ সৃষ্টি করছে তো পরে অবস্থান পরিবর্তন করে আরো বন্ধুত্বপূর্ণ পন্থা অবলম্বন করছে। গত সপ্তাহেই মনে হয়েছিল, ট্রাম্প মস্কোকে লক্ষ্যস্থল করে নতুন নিষেধাজ্ঞা জারির বিষয়টি স্থগিত রাখতে প্রস্তুত আছেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘এখন হত্যাকাণ্ড বন্ধ করার ও অবিলম্বে যুদ্ধবিরতির সময় হয়েছে।’



