এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র

Printed Edition
এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র
এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র প্রভাব নিয়ে বিপাকে পড়ার শঙ্কায় রয়েছেন লাখো ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবার এইচএসসির ফলাফল বিপর্যয়ের কারণে কাক্সিক্ষত জিপিএ না পাওয়ায় মেডিক্যালে ভর্তির স্বপ্নভঙ্গের আশঙ্কা করছেন অনেক শিক্ষার্থী। ফলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে এসএসসি ও এইচএসসির জিপিএ কমানোসহ শর্ত শিথিলের দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনও (বিপিএমসিএ) মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৯ এর পরিবর্তে ৮ করার দাবি জানিয়েছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দু’টি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ থাকতে হবে।

২০২৫ সালের এইচএসসির প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮। এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ পয়েন্ট। এ ছাড়া এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

মেডিক্যাল ভর্তিচ্ছুরা বলছেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষার আবেদনে জিপিএ’র শর্ত এবং স্কোরের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা করছেন। মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মোট জিপিএ ৯ রাখায় অনেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। ফলে প্রাইভেট মেডিক্যালে পড়ার সুযোগও থাকবে না। সুতরাং মেডিক্যালের ভর্তি পরীক্ষায় জিপিএ জিপিএ ৯ এর পরিবর্তে ৮ করা হলে বেশিসংখ্যক শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবেন।

এ ছাড়া জীববিজ্ঞানের ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ বাতিলসহ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ’র স্কোর কমিয়ে লিখিত বা এমসিকিউ পরীক্ষার ভিত্তিতে মূল্যায়নে গুরুত্ব দেয়ার দাবি তুলেছেন তারা।

এদিকে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে দেশের শিক্ষা পরিস্থিতির এক গভীর সঙ্কট উত্তরণে মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির সাথে একাত্বতা জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। গত ১৯ অক্টোবর মেডিক্যাল ভর্তিতে জিপিএ ৯ এর পরিবর্তে ৮ নির্ধারণের দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর বিপিএমসিএ’র সভাপতি ডা: শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত লিখিত আবেদন জমা দিয়েছেন।

লিখিত আবেদনে বিপিএমসিএ উল্লেখ করে, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় এক লাখ ৪ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের পাঁচ হাজার ৩৮০ আসনে ভর্তি সম্পন্ন হলেও ৬৭টি বেসরকারি মেডিক্যাল কলেজের ছয় হাজার ২৯৫ আসনের মধ্যে ৪৬৭টি আসন শূন্য ছিল। বিশ্লেষকদের মতে এবারে এইচএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে ৭৬ হাজার ৮১৪ জন জিপিএ ৫.০০ এর সংখ্যা কম হওয়ায় চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার শর্ত অনুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমান দু’টি পরীক্ষায় জিপিএ ৯.০০ শর্ত নির্ধারিত হলে সেই শর্ত পূরণ করতে পারবে আনুমানিক গতবারের থেকে অর্ধেক সংখ্যক প্রার্থী। যার ফলে ৬৭টি বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে প্রায় এক হাজারের বেশি আসন শূন্য থাকবে। ফলশ্রুতিতে বেসরকারি মেডিক্যাল কলেজগুলো মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে এবং দেশের চিকিৎসা শিক্ষায় ধ্বংস নেমে আসবে। এমতাবস্থায় চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদনের শর্তে এসএসসি ও এইচএসসি বা সমমান দু’টি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ এর পরিবর্তে ৮.০০ নির্ধারণের জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিজ্ঞপ্তি।