আলজাজিরা
গাজায় যেকোনো ধরনের আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের আগে তার ‘পূর্ণ আন্তর্জাতিক বৈধতা’ থাকতে হবে। গত মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন সম্মেলনে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে এই মন্তব্য করেন। গুতেরেস বলেন, ‘গাজায় যুদ্ধবিরতির পর যে শান্তি এসেছে তা অত্যন্ত নাজুক। এই পরিস্থিতি রক্ষায় আন্তর্জাতিক নিশ্চয়তা প্রয়োজন।’
তিনি জোর দিয়ে বলেন, ‘যে বাহিনী গঠিত হবে, তার অবশ্যই আন্তর্জাতিক বৈধতা থাকতে হবে- যাতে তারা গাজার জনগণ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে কার্যকরভাবে কাজ করতে পারে।’ এই মন্তব্য এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি ২০-দফা গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বাহিনীটি অন্তত ২০২৭ সাল পর্যন্ত গাজায় কাজ করবে এবং এর দায়িত্বে থাকবে গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, মানবিক সহায়তা বিতরণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ। তবে কোন দেশগুলো এই বাহিনীতে অংশ নেবে, তা নিয়ে এখনো মতবিরোধ রয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় এবং জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন, এই দুই বিষয়কে কেন্দ্র করে আলোচনা চলছে।
গুতেরেস বলেন, ‘গাজায় ভয়াবহ দুর্ভোগ ও দুর্ভিক্ষের পর যে যুদ্ধবিরতি এসেছে, তা টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।’ তিনি আরো বলেন, ‘এই বাহিনী যেন গাজার জনগণের আস্থা অর্জন করতে পারে, সে জন্য তার গঠন ও কার্যক্রমে স্বচ্ছতা ও বৈধতা অপরিহার্য।’
তুরস্ক, মিসর, কাতারসহ কয়েকটি দেশ এরইমধ্যে গাজায় সম্ভাব্য বাহিনী মোতায়েনের বিষয়ে জাতিসঙ্ঘের অনুমোদন ও আন্তর্জাতিক সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। গুতেরেসের বক্তব্য এই অবস্থানকে আরো জোরালো করেছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বৈধতা ছাড়া বাহিনী মোতায়েন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং গাজার জনগণের আস্থা ও নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।



