অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণহত্যার বিচার করা : রফিকুল ইসলাম খান

Printed Edition

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের জনগণই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে, কোনো রাজনৈতিক দল নয়। এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে দেশে সংঘটিত সকল গণহত্যার বিচার সম্পন্ন করা এবং ‘জুলাই ঘোষণা ও সনদ’কে সংবিধানিক ও আইনগত ভিত্তি প্রদান করা।

গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তারাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলপ ইউনিয়ন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এই সরকার নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে, এটিই তাদের প্রধান কাজ হওয়া উচিত। জনগণ যেন ভয়ভীতিমুক্ত পরিবেশে নির্বিঘেœ ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’

শ্রমিক কল্যাণ ফেডারেশন সলপ ইউনিয়ন সভাপতি হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসালাম, জামায়াতের উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাজাহান আলী, শ্রমিক কল্যাণের উল্লাপাড়া সভাপতি বাবুল আক্তার আকন্দ, জামায়াতের উল্লাপাড়া সেক্রেটারি খাইরুল ইসলাম, জামায়াতের সলপ ইউনিয়ন সভাপতি মাওলানা ফজলুল হক, শ্রমিক কল্যাণের উল্লাপাড়া সাধারণ সম্পাদক মাওলানা মো: আব্দুল মালেক।