ভারতীয় পার্লামেন্টে অনলাইন জুয়া নিষিদ্ধকরণ বিল পাস

Printed Edition

আলজাজিরা

ভারতীয় পার্লামেন্টে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল পাস হয়েছে, যা দেশের অনলাইন জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ করবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন কোম্পানি বছরে প্রায় ২,৩০০ কোটি ডলার আয় করছিল, যা গড়ে ৪৫ কোটি মানুষের কাছ থেকে গেমস ও বেটিংয়ের মাধ্যমে নেয়া হচ্ছিল। নতুন আইন অনুযায়ী, অনলাইন কার্ড গেমস, পোকার এবং ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম বন্ধ করতে হবে। এতে ভারতীয় জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপসহ হোমগ্রাউন্ড প্ল্যাটফর্মগুলোও কার্যক্রম বন্ধ করবে।

২০২৩ সালের জুলাইয়ে ড্রিম ১১ ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর হয়। টিম ইন্ডিয়ার জার্সিতেও তাদের লোগো ছিল। তবে নতুন আইনের কারণে স্পন্সরশিপ অব্যাহত থাকবে কি না তা অনিশ্চিত। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘যদি অনুমোদিত না হয়, আমরা কোনোভাবেই এগোবো না। বোর্ড সবসময় কেন্দ্রীয় সরকারের নীতি মেনে চলবে।’