ছোট্ট বন্ধুরা,
একটি রিকশা-ভ্যানের ছবি দেখো। এ ভ্যানে অতিরিক্ত মাল ভরা হয়েছে, তাই না? এতে সমস্যা কী? ভ্যান চালাতে চালকের কষ্ট হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা।
কোনো ভ্যানেই অতিরিক্ত মালামাল বহন করা উচিত নয়। চালককেও কষ্ট দেয়া ঠিক নয়। অবসরে তোমরা এ ছবিটি আঁকতে পারো। মাল বোঝাই ভ্যানটি দেখতে কিন্তু মজার।
- লোপাশ্রী



