বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সেমিনার অনুষ্ঠিত

Printed Edition
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) আয়োজনে ১৬ অক্টোবর প্রধান কার্যালয়স্থ ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে ‘Advances in Nuclear Medicine in Bangladesh: A Journey of More than Four Decades’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান ড. মো: মজিবুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রখেন কমিশনের সদস্য, ভৌত বিজ্ঞান ড. দেবাশীষ পাল।

সভাপতি ড. মো: মজিবুর রহমান, চেয়ারম্যান বাপশক সফলভাবে সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের মূল অংশে বাংলাদেশে পরমাণু চিকিৎসার ইতিহাস, বর্তমানে প্রচলিত রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি, এতে রেডিও আইসোটোপের ভূমিকা এবং এ বিষয়ে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোট চারটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়। সবশেষে বিশেষজ্ঞ প্যানেলিস্টদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি।