নতুন নতুন বার্তা দিয়ে গণমানুষের আস্থা অর্জন করতে হবে : মাওলানা শাহজাহান

Printed Edition
চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান : নয়া দিগন্ত
চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আমাদেরকে এখন গণমানুষের আস্থা অর্জনের নতুন অধ্যায় শুরু করতে হবে। সময়ের দাবি অনুযায়ী নতুন নতুন বার্তা ও ইতিবাচক কর্মধারা দিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। মানুষের আশা-আকাক্সক্ষা, দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার সাথে নিজেদের যুক্ত করেই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন যেন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং ন্যায়-ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের কল্যাণ প্রতিষ্ঠার নতুন সূচনা হয়- সে জন্যই জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনগণ নির্ভর রাজনীতিতে বিশ্বাসী।

রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইন বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এয়াকুব, রাঙ্গুনিয়া আসনের প্রার্থী ডা: এ টি এম রেজাউল করিম, বাঁশখালীর এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।