তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা দিলো ইবি শিবির

Printed Edition
তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা দিলো ইবি শিবির
তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা দিলো ইবি শিবির

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শতাধিক হাফেজে কুরআনদেরকে সংবর্ধনা প্রদান করেছে শাখা ছাত্রশিবির। এতে ৩২৭ জন হাফেজকে পবিত্র কুরআন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ‘হাফেজে কুরআন সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. আব্দুল মান্নান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আকতার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারীসহ চার শতাধিক শিক্ষার্থী। শাখা ছাত্রশিবিরের দা’ওয়াহ সম্পাদক আসিবুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তরিকুল ইসলাম।

এ সময় প্রধান আলোচক অধ্যাপক ড. তরিকুল ইসলাম বলেন, হাফেজে কুরআনেরা এই সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনাদের কাঁধে রয়েছে এক বিশাল দায়িত্ব। এখন আপনাদের কাজ হলো কুরআনের এই জ্ঞানকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়া। কুরআনের শিক্ষা ও আদর্শ দিয়ে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গঠনে আপনাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শুধুমাত্র তিলাওয়াত করার জন্য কুরআন আসেনি বরং পৃথিবীকে পালটে দেয়ার জন্য কুরআন অবতীর্ণ হয়েছে। আর পৃথিবী পাল্টাতে হাফেজে কুরআনদের গুরুদায়িত্ব রয়েছে। আল কুরআনের মতো মুজিজা আপনারা বুকে ধারণ করেছেন। এই কুলষিত সমাজকে কুরআনের আলোকে রাঙিয়ে তুলতে আপনাদের ভূমিকা রাখতে হবে।