১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
স্মরণ

মোহাম্মদ সাকি মিয়া

-

পুরান ঢাকার প্রবীণ ব্যক্তিত্ব, সাহিত্যিক, খাকসার আন্দোলনের নেতা, দৈনিক সংগ্রামের প্রকাশক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাকি মিয়া ১৯২১ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইস্ট বেঙ্গল ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সাথে এন্ট্রান্স এবং ঢাকা কলেজ থেকে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হয়ে তিনিও অন্যদের মতো পাকিস্তান প্রতিষ্ঠার ঐতিহাসিক আন্দোলনে জড়িয়ে পড়েন। এ জন্য স্বেচ্ছাসেবক হিসেবে উপমহাদেশ ঘুরে বেড়িয়েছেন। ১৯৪৭ সালের সে আন্দোলনে তিনি আফগান সীমান্তের তুরখাম থেকে পূর্বে আসাম পর্যন্ত ছুটে বেড়িয়ে জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে ঘুমন্ত মুসলমানদের জাগিয়ে তোলেন।
শেরেবাংলা এ কে ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ, খাজা নাজিমুদ্দিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ জাতীয় নেতার সাহচর্য তিনি লাভ করেছেন। দেশ বিভাগের পর তিনি সদ্যপ্রতিষ্ঠিত পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। করাচিতে চাকরি করার সময় আল্লামা মাশরেকির নেতৃত্বাধীন, বহুল আলোচিত খাকসার আন্দোলনে যোগদান করেন। লাহোরে কিছু দিন তার সাথে থেকে ১৯৫৬ সালে চাকরিতে ইস্তফা দিয়ে সাকি মিয়া ঢাকায় চলে আসেন।

তিনি ঢাকা মিউনিসিপাল কমিটির (বর্তমানে সিটি করপোরেশনের মেম্বার বা কমিশনার নির্বাচিত হন এবং একপর্যায়ে চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠালগ্ন থেকেই এর সাথে জড়িত ছিলেন। সমাজকল্যাণ প্রতিষ্ঠান ফালাহ-ই-আম ট্রাস্টের একজন ট্রাস্টি এবং বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের অন্যতম পরিচালক ছিলেন।
সাকি মিয়া ছিলেন বিভিন্ন ভাষায় সুপণ্ডিত। তিনি ঢাকার ইতিহাস এবং ইসলামী মূল্যবোধের ওপর বেশ কয়েকটি বই অনুবাদ ও প্রকাশ করেছেন। তার অনুবাদ করা বইয়ের মধ্যে ‘ঢাকা পাঁচাশ বারাস পাহেলে’ (লেখক : হাকিম হাবিবুর রহমান), ‘লুগাতুল কুরআন’ ও ‘তাফহিমুল হাদিস’ উল্লেখযোগ্য। এ ছাড়াও তিনি বিভিন্ন পত্রিকায় ঐতিহাসিক ও সমসাময়িক বিষয়ে লেখালেখি করতেন।
তিনি রাজধানীর আদি বাসিন্দাদের সংগঠন ঢাকা মহানগরী সমিতির আজীবন সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্য, কসাইটুলি বাংলা মুসলিম অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা এবং ২৮ বছর যাবৎ কসাইটুলি জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। তিনি সত্য প্রকাশে ছিলেন আপসহীন। সর্বজনশ্রদ্ধেয় এ ব্যক্তিত্ব ৮৭ বছর বয়সে ২০০৮ সালের ১ জুলাই বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল