১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
দৃষ্টিপাত

অ্যাডহক চিকিৎসকদের অধিকার

-

স্বাস্থ্য খাতে চিকিৎসক সঙ্কটকালীন সময়ে এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে জনস্বার্থে ২০১০ এবং ২০১১ সালে অ্যাডহক ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেয় সরকার। তাদের অধিকাংশ ২০১০ সালের ১ জুলাই এই সরকারি চাকরিতে যোগদান করেন। পরে তাদের পুলিশ ভেরিফিকেশনও করা হয়। ২০২২ সালে তাদেরকে পিএসসির মাধ্যমে বিসিএস ক্যাডারভুক্ত করা হয়। জাতির প্রয়োজনে তাদেরকে নিয়োগ দিয়ে ২০২২ সালে ক্যাডারভুক্ত করার পর গত দুই বছরে দফায় দফায় পদোন্নতিবঞ্চিত করে তাদের প্রতি অবিচার করা হয়েছে।
ইতোমধ্যে সরকারি চাকরিতে তাদের ১৪ বছর পূর্ণ হয়েছে। তারা অনেকেই শুরু থেকেই বুনিয়াদি প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন; কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি। ফলে বিভাগীয় পরীক্ষা এবং সিনিয়র স্কেল পরীক্ষায় অংশগ্রহণের পথ এমনিতেই বন্ধ থেকেছে। তাই তারা চাইলেও এগুলোতে অংশগ্রহণ করতে পারেননি। তাদের অনেকে পরে বিসিএস পরীক্ষার মাধ্যমে অ্যাডহক থেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। আবার অনেককেই বিসিএস মৌখিক পরীক্ষার সময় বলা হয়েছে, ‘আপনাদের অ্যাডহক চাকরি তো নিয়মিতকরণ হয়ে গেছে।’ এ কথা বলে অনেককে বিসিএস মৌখিক পরীক্ষায় কম নম্বর দিয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করা থেকে বঞ্চিত করা হয়।

বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎসক আর অ্যাডহক চিকিৎসক উভয়ে তৃণমূল পর্যায়ে জনগণকে একই সেবা দেন। এমন নয় যে, বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎসক জনগণকে চিকিৎসাসেবা দেন, আর অ্যাডহক চিকিৎসক দেন নার্সের সেবা। অ্যাডহক চিকিৎসকরা জনগণকে স্বাস্থ্য ক্যাডারের ভেতরে থেকেই চিকিৎসা দিয়েছেন, স্বাস্থ্য ক্যাডারের বাইরে নয়। ফলে সরকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা নিয়ে নিয়মিত পদোন্নতি পাওয়া অ্যাডহক চিকিৎসকদের অধিকার। নতুবা তাদের জীবনের এই ১৪ বছরের দায় কে নেবে? তারা সরকারি চাকরি না করে প্রাইভেট খাতে থাকলে এতদিনে তারা অনেকেই সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক থাকতেন। তা ছাড়া প্রশ্ন থাকে, তাদেরকে কেন ২০২২ সালে ক্যাডারভুক্ত করা হলো? কেন ১০ বছর আগে সেটি করা হলো না?
ন্যায্যতার স্বার্থে এবং জনস্বার্থেই এর জন্য প্রয়োজনে দ্রুত আইন সংশোধন করে তাদের ন্যায্য পদোন্নতি নিশ্চিত করতে হবে। তাদেরকে বাদ দিয়ে আর কোনো পদোন্নতি মেনে নেয়া যায় না। কেননা জাতির জরুরি প্রয়োজনে নিয়োগ পেয়ে ১৪ বছর জাতিকে সেবা দিয়ে সরকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা নিয়ে পদোন্নতি পাওয়া তাদের ন্যায্য অধিকার! যারা অ্যাডহক থেকে বিসিএস পরীক্ষার মাধ্যমে পরে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেছেন, তারাও সরকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকেই জ্যেষ্ঠতা নিয়ে পদোন্নতির পাওয়ার যোগ্য।
লেখক : মেডিক্যাল অফিসার, নেফ্রোলজি, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুমিল্লা।


আরো সংবাদ



premium cement
ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক

সকল