১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জেনারেল আজিজের পর কে, কী বার্তা পেল সরকার

-


বিনামেঘে বজ্রপাত বা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো আকস্মিক নয়, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার সাম্প্রতিক ঘটনা। তাকে নিষেধাজ্ঞার আওতায় ফেলা হচ্ছে, বার্তাটি সরকারের বিশেষ বিশেষ জায়গায় আগেই দেয়া হয়েছে। জানতেন জেনারেল (অব:) আজিজ নিজেও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে তা পোক্ত ও খোলাসা করা হয়েছে। যত ঘটনা, অভিযোগ ও কাণ্ডকীর্তি সব আগেরই। সময়টায় একটু ভিন্নতা। নিষেধাজ্ঞাটির আগে ঢাকা সফর করে গেলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এ আগমনকে ক্ষমতাসীন দল থেকে ‘বিনা দাওয়াতে আসা’ বলা হলেও যথারীতি তাকে রাজসিক আপ্যায়ন, আদর-সমাদর করা হয়েছে। ঢাকা ছাড়ার আগে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটারদের সাথে ক্রিকেটও খেলেছেন। প্রীতি ম্যাচটির একটি ভিডিও পর্যন্ত ছেড়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বোলিং-ব্যাটিং দু’টিই করেছেন। ফুচকা-কলা ইত্যাদি খেয়েছেন।

সব মিলিয়ে লুর এবারের সফরকে নিজেদের জন্য আশীর্বাদ বলে প্রচার করে জানানো হয়েছিল, লু বলে গেছেন, তারা পেছনে নয়, সামনে এগিয়ে যেতে চান। কেবল তাই নয়, সরকারকে আর চাপে রাখবেন না বলে কথাও দিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে, আর কাউকে স্যাংকশন ধরনের কিছু দেয়া হবে না, আগে দেয়া স্যাংকশনও তুলে নেয়া হতে পারে বলে লু বাতাস দিয়ে গেছেন মর্মে কিছু গুঞ্জনও ছড়ানো হয়। লু এবারের যাত্রায় বিএনপির কারো সাথে না বসার উল্লাসও ধরে রাখতে পারেনি ক্ষমতাসীনরা। তাদের এমন উইন-উইন ভাবের মধ্যেই ‘জীবনে ২০১৮ সালের মতো এত সুন্দর নির্বাচন আর দেখেননি বলে জানান দেয়া বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় ডোনাল্ড লু সাহেব এলো, ভাবলাম তারা আসলে সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু নিশিরাতে তারা স্যাংকশন দিলো। আগে সাতজন এখন আবার একজন যুক্ত হলো। তবে তাদের স্যাংকশন আমরা তোয়াক্কা করি না।
যুক্তরাষ্ট্র তাদের দেয়া বিবৃতিতে বলেছে, তারা যথারীতি বাংলাদেশকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করছে। পররাষ্ট্রমন্ত্রীর কথায়ও একই সুর। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানান তিনি।
সরকার বা আওয়ামী লীগ থেকে এ স্যাংকশন ঠিক হয়নি বা জেনারেল আজিজ ভালো লোক- এমন দাবি কিন্তু করা হচ্ছে না। সদ্য সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে দেশীয় গণমাধ্যমে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হওয়ার পরও একই ভূমিকা দেখা গেছে ক্ষমতাসীন মহলে। জেনারেল আজিজকে নিয়ে বছর কয়েক আগে আলজাজিরায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামে একটি তথ্যচিত্রে যা বলা হয়েছিল এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিবৃতিতেও প্রায় তা-ই বলা হয়েছে। আলজাজিরার সংবাদটি ছিল ডকুমেন্টারি বৈশিষ্ট্যে প্রধানমন্ত্রীসহ জেনারেল আজিজের পরিবারকে জড়িয়ে। জারিকৃত স্যাংকশন নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মধ্যে তথ্য সেগুলোই। তবে, প্রধানমন্ত্রী বা তার পারিবারিক সদস্যদের নাম নেই। আওয়ামী লীগের একটি শক্তিশালী গ্রুপও নানা কারণে চেয়েছে আজিজকে সাইজের লিস্টে ফেলে দিতে। বিএনপির কেউ কেউ তা জানলেও উৎসাহী হননি। ক্ষমতাসীন সরকারের অন্যতম খাস সাবেক এই সেনাপতি জেনারেল আজিজ সম্পর্কে কিছু একটা হচ্ছে বা আসছে, তা ক্ষমতাসীন মহলের কারো কারো আগাম জানা ছিল। নানা কথার এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জনসমক্ষে আনার আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

জেনারেল (অব:) আজিজ আহমেদ অবসরে যান ২০২১ সালের ২৪ জুন। এতদিন পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় খবরটি এসেছে সোমবার মধ্যরাতে। স্বাভাবিকভাবেই তখন বাংলাদেশের মানুষ ঘুমিয়ে। ভোরের দিকে খবরটি জানাজানি হয়। আসলে জেনারেল আজিজের ভিসা বাতিল হয় ২০২১ সালে। তখন তার পরিবারের সদস্যদের ভিসা বাতিলের খবর ছিল না। তখনকার খবর ছিল, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পত্র মারফতে তার মার্কিন ভিসা বাতিলের কথাও জানানো হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে রিপোর্টটিতে জেনারেল (অব:) আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের কিছু দিন পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। এতে তার ভাই হারিছ-জোসেফসহ পরিবারের বাকিদের নানা অপকর্ম তুলে ধরা হয়। জেনারেল (অব:) আজিজ তখন এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। এখনো করছেন। তখন তার সিরিয়াস সহায়ক ছিল সরকার ও ক্ষমতাসীন দল। আলজাজিরার তথ্যচিত্রকে বলা হয়েছিল, এটি সরকারের বিরুদ্ধে একটি বিজ্ঞাপন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখন জেনারেল আজিজকে নিজের কথা নিজেকেই বলতে হচ্ছে। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি কোনো অন্যায় করিনি। কেউ তদন্ত করে আমার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ আনতে পারলে এর পরিণতি ভোগ করতে আমি প্রস্তুত।’

সরকারের শীর্ষ পর্যায়ের সাথে বোঝাপড়ায় মার্কিনি এ পদক্ষেপের কারণে ঘনিষ্ঠরাও এখন আজিজের পাশে নেই। প্রায় একই অবস্থা লক্ষ করা গিয়েছিল সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতি অভিযোগ প্রকাশ হওয়ার পরও।
আলজাজিরার রিপোর্টে তৎকালীন রাষ্ট্রপতিকে দিয়ে ভাই জোসেফের সাজা মওকুফ, হারিছকে বিদেশ পালানোর ব্যবস্থা করে দেয়ার বিস্তারিত বিবরণ ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে এখন পরিষ্কার জানানো হয়েছে, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে। তিনি তার ভাইদের বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এ ছাড়া অন্যায্যভাবে তার ভাইয়ের সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করেন। সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষও নিয়েছেন।

এর আগে ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক এবং ওই সময়ে কর্মরত সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তা প্রত্যাহারের নানা চেষ্টা করে এখন অনেকটা হাল ছেড়ে দেয়ার অবস্থা সরকারের। সামনে কী হতে পারে- এ জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীনদের শর্টকাট কথা হচ্ছে, এসবে কিছু যায় আসে না। কিন্তু মনে রাখতে হবে, মার্কিন নিষেধাজ্ঞাটি এসেছে বাংলাদেশের একজন সেনাপ্রধানের ক্ষেত্রে।
যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস আইনের ৭০৩১ ধারাটি মূলত আর্থিক ব্যবস্থাপনা, বাজেট স্বচ্ছতা ও দুর্নীতি দমন নিয়ে। ধারাটির ‘সি’ অংশে সরকারি দুর্নীতি ও মানবাধিকার বিষয়ে বলা হয়েছে। কেবল বিশ্বাসযোগ্য তথ্য থাকলেই অ্যাক্ট ব্যবহার করা হবে বলে উল্লেখ করা হয়েছে তাদের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে, আর্থিক দুর্নীতির পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ক্ষতির কথাও বলা হয়েছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানবাধিকার এবং অংশগ্রহণমূলক নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সরকারের মতপার্থক্য দেখা দিয়েছিল। অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন নির্বাচনের স্বার্থে বিশেষ ভিসানীতিও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি সম্পর্কে কিছুটা বোঝাপড়ার বাতাবরণের মধ্যেই এ নিষেধাজ্ঞার ঘটনা। টানাপড়েনের অবসান ঘটেছিল বলে যে ধারণা দেয়ার চেষ্টা করা হচ্ছিল, দেখা গেল তা অসার। গণতন্ত্র ফেরানো, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের অ্যাজেন্ডায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে আচ্ছা রকমের মার খেয়েছে। কিন্তু, পিছু হটেছে বলে কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তা আরো পরিষ্কার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা দেয়ায়।

এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব এবং বাহিনীর সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞাটি দিয়েছিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, অর্থাৎ তাদের অর্থ মন্ত্রণালয়। এবারই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে ‘দুর্নীতি’ অস্ত্রটি ব্যবহার করল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয়। অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের অধীনে প্রায় ১৫ বছরে ৬০টি দেশের পাঁচ শতাধিক রাজনীতিবিদ ও আমলা- যারা বিভিন্ন ধরনের সরকারি পদধারী (প্রেসিডেন্ট, মন্ত্রী ও সরকারের বিভিন্ন পদে কর্মরত ছিলেন বা আছেন), তাদেরকে যুক্তরাষ্ট্র দুর্নীতিবাজ হিসেবে প্রকাশ্যে ঘোষণা করেছে। যাদের নাম প্রকাশ্যে ঘোষণা করা হয়, তাদের ও তাদের পরিবারের জন্য সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলেও এর আরো ডালপালা আছে। কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা তো আছেই। অর্থপাচারের বিরুদ্ধে অ্যাকশনে নামার অ্যাজেন্ডাও বাদ নেই। বছরখানেক আগে, স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল অ্যান্টি-করাপশন কোঅর্ডিনেটর রিচার্ড নেফিউ ঢাকা সফর করে সেই বার্তাই দিয়ে গিয়েছিলেন।
পরিশেষে, ডোনাল্ড লুর সাম্প্রতিক ঢাকা সফরে সবাই ধারণা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে বোধহয় সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র যে তার নীতিতে অটল থাকে এটি তারই সর্বশেষ প্রমাণ। স্টেট ডিপার্টমেন্টের ওই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নতুন একটি উইন্ডো ওপেন করল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো জেনারেলের ওপর এমন নিষেধাজ্ঞা জারি। এখন প্রশ্ন ও কৌতূহল, এরপর কী? এর ধারাবাহিকতা কোথায় গড়াতে পারে? জনমনে নানা প্রশ্ন, কৌতূহল থাকাটাই স্বাভাবিক। তবে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে- যুক্তরাষ্ট্র বাংলাদেশে আর কার কার বিরুদ্ধে কী কী পদক্ষেপ নিতে যাচ্ছে?
লেখক : সাংবাদিক ও কলামিস্ট
[email protected]

 

 

 

 

 


আরো সংবাদ



premium cement
গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন চিকিৎসা সুবিধায় ব্লকেড অতঃপর সমাচার সিদ্ধিরগঞ্জে জি এম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক : উত্তেজনার কারণ ও সমাধান উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০ প্রতিবন্ধীদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬

সকল