১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলি নাৎসি কৌশল, আইনস্টাইনের চিঠি ও নেতানিয়াহুর ‘আরব ফ্যান্টাসি’

-

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। হিটলার হুমকি দিয়ে ইউরোপে ইহুদিদের নির্যাতন ও হত্যা করতেন। আর এখন ইহুদিরাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে নাৎসি কৌশল ব্যবহার করছে। গত সাত বা আট দশকে ফিলিস্তিনে ইহুদিদের অগণিত নৃশংসতার মাত্র কয়েকটির দিকে তাকালে তাদের বর্তমান বর্বরতা ও গাজায় ‘জেনোসাইড’-এর ধারাবাহিকতার সন্ধান পাওয়া যায়।
আলবার্ট আইনস্টাইনসহ অনেক বিশিষ্ট মার্কিন ইহুদি ১৯৪৮ সালে বলেন, আমাদের সময়ের সবচেয়ে উদ্বেগজনক রাজনৈতিক ঘটনাগুলোর একটি হলো ‘ফ্রিডম পার্টি’ (Tnuat Haherut)-এর সদ্য সৃষ্ট ইসরাইল রাষ্ট্রের উত্থান, একটি রাজনৈতিক দল তার সংগঠন, পদ্ধতি, রাজনৈতিক দর্শন ও নাৎসি এবং সামাজিক আবেদনের সাথে ঘনিষ্ঠভাবে অনুরূপ ফ্যাসিস্ট দল।
কিভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আমরা জানি। প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৪-১৮) ব্রিটিশ বাহিনী তুরস্কের মুসলিম অটোমান সাম্রাজ্য দখল করে এবং ব্রিটিশরা এটিকে কয়েকটি রাজনৈতিক অঞ্চলে বিভক্ত করে। ১৯১৭ সালে তথাকথিত বেলফোর ঘোষণার পর, উপনিবেশবাদীরা ফিলিস্তিনে রাষ্ট্রহীন ইউরোপীয় ইহুদিদের বসতি স্থাপন করতে সাহায্য করেছিল, নির্মমভাবে প্যালেস্টাইনের বাস্তবতাকে ক্ষুণœ করেছিল, যেখানে ৯০ শতাংশেরও বেশি মুসলিম এবং মাত্র ৩ শতাংশ ইহুদি ছিল। পশ্চিমা শক্তির দখলকৃত অঞ্চলগুলো ইউরোপীয় ইহুদিদের দেয়া হয়। ফিলিস্তিনিরা এভাবেই বঞ্চিত। ইউরোপীয় ইহুদিদের (পরবর্তীতে সমস্ত ইহুদি) অধিকৃত অঞ্চলে স্থানান্তরের সময়, অনেক ফিলিস্তিনিকে তাদের পৈতৃক বাড়ি এবং সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান সঙ্ঘাতের কারণ তথাকথিত ঘোষণা দিয়ে ফিলিস্তিনি জনগণকে প্রতারণা করা।
ইসরাইলের জন্মের পর থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং শীতল যুদ্ধের পর থেকে সবচেয়ে শক্তিশালী দেশ, মধ্যপ্রাচ্যে এমন একটি নীতি অনুসরণ করছে যেখানে ফিলিস্তিনিদের অধিকারকে অমানবিকভাবে উপেক্ষা করা হয়েছে।
ইসরাইল রাষ্ট্রের জন্মের পর থেকে চরমপন্থী ইহুদিদের সন্ত্রাস বন্ধ হয়নি। আজ অবধি তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। নির্বাসিত ফিলিস্তিনিদের ওপর বারবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় বহু বেসামরিক লোক নিহত হয়েছে। আর অন্যদিকে ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের আত্মঘাতী বোমা হামলায় কিছু বেসামরিক লোকও নিহত হয়েছে। প্রথমটি রাষ্ট্রীয় পর্যায়ে সন্ত্রাসবাদ এবং পরেরটি ব্যক্তি বা গোষ্ঠীর সন্ত্রাসবাদ।
‘বিশ্বনেতা’ আমেরিকার কারণে বহু বছর ধরে চলে আসা এসব হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে পারেনি জাতিসঙ্ঘ। আরব নিউজের মতে, বুশ প্রশাসন থেকে শুরু করে আজ পর্যন্ত ‘আত্মরক্ষার অধিকারের’ নামে ইসরাইলের সব অপকর্মকে অন্ধভাবে সমর্থন করে আসছে। বহু বছরের পরিকল্পিত ইসরাইলি হত্যাকাণ্ড, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন, ফিলিস্তিনিদের উচ্ছেদ, ফিলিস্তিনিদের বাড়িঘর ও খামার ধ্বংস করা ইত্যাদি ফিলিস্তিনিদের ক্ষোভ উসকে দিয়েছে। ফলে হামাসসহ অন্যান্য সংগঠনের বিক্ষোভ সশস্ত্র প্রতিরোধে পরিণত হয়।
২০০৬ সালে, ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বন্দী ইসরাইলি সৈনিক কর্পোরাল গিলাদ শালিতকে মুক্ত করার জন্য গাজা উপত্যকায় একটি দীর্ঘ এবং ব্যাপক সামরিক অভিযানের নির্দেশ দেন। ‘এটি তখনই আমাদের নজরে আসে যখন তারা হামাসের সাতজন মন্ত্রী, পার্লামেন্টের স্পিকার এবং ৩৪ জন এমপিকে গ্রেফতার করে, বিদ্যুৎকেন্দ্র এবং সেতুতে বোমা হামলা করে এবং নিরপরাধ ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।’

একজন বন্দী সৈনিককে মুক্ত করতে এমন হামলা দায়িত্বশীল রাষ্ট্রের সদিচ্ছা নয়। তারা আন্তর্জাতিক মধ্যস্থতার সাহায্য চাইতে পারত। কিন্তু তারা বেছে নিয়েছে কঠিনতম প্রতিশোধের পথ।
বিংশ শতাব্দীতে মধ্যপ্রাচ্যের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, যাদের মধ্যে কেউ কেউ পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আইজ্যাক শামির পরিচালিত দ্য স্টার্ন গ্যাং, ১৯৪৮ সালে কায়রোতে এডওয়ার্ড লর্ড মইনকে হত্যা করে। উইনস্টন চার্চিল, যিনি উচ্চকণ্ঠে আইজ্যাক শামিরের প্রশংসা, ওই ঘটনায় ক্ষুব্ধ হন। এই দলটি ১৯৪৬ সালে জেরুসালেমে জাতিসঙ্ঘের মধ্যস্থতাকারী কাউন্ট বার্নাডোটকে গোপনে হত্যা করে। শামির তখন প্রচার করেছিলেন, ‘ইহুদি নৈতিকতা বা ইহুদি ঐতিহ্য সন্ত্রাসবাদকে বিপরীতমুখী বলে মনে করে না। জাতীয় সংগ্রামের ব্যস্ততার মুহূর্তে, আমরা নৈতিক দ্বিধা ছুড়ে ফেলি। প্রথমত, আমাদের জন্য সন্ত্রাসবাদ একটি রাজনৈতিক যুদ্ধের অংশ যা বর্তমান প্রেক্ষাপটে ন্যায্য।’
কাউন্ট ফোক বার্নাডোটকে নৃশংসভাবে হত্যার পর, ফিলিস্তিনবিষয়ক জাতিসঙ্ঘের মধ্যস্থতাকারী ড. রাল্ফ বাঞ্চের নির্দেশে একটি প্রতিবেদন তৈরি করা হয়। উল্লেখ্য, বার্নাডোটের পর রাল্ফ বাঞ্চ ফিলিস্তিনের দায়িত্বে নিযুক্ত হন। প্রতিবেদনে বলা হয়েছে যে, ১৯৪৪ সালের ৬ নভেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর ১৯৪৮ সালের মধ্যে প্রায় ২৫৯টি চিহ্নিত হামলা চালানো হয়। স্টার্ন গ্যাং, আইজ্যাক শামিরের নেতৃত্বে একটি সন্ত্রাসী ইহুদি সংগঠন, মধ্যপ্রাচ্যে অনেক ব্রিটিশ, আমেরিকান এবং আরব নাগরিককে হত্যা করে, যার মধ্যে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ রেসিডেন্ট মন্ত্রী (৬ নভেম্বর ১৯৪৪) এবং কাউন্ট বার্নাডোট অন্যতম।
১৯৫৩ সালে এরিয়েল শ্যারন (পরে প্রতিরক্ষামন্ত্রী) ফিলিস্তিনের কিবিয়া গ্রামে শত শত গ্রামবাসীকে গণহত্যা করে। একই ব্যক্তি সাবরা শাতিলায় হাজার হাজার মানুষকে হত্যা করে, যা বিংশ শতাব্দীর জঘন্যতম গণহত্যা হিসেবে বিবেচিত। ১৯৫৬ সালে কাফর কাসিম গণহত্যা ইসরাইলি বর্বরতার আরেকটি বড় উদাহরণ। ইহুদি সন্ত্রাসী বারুখ গোল্ডস্টেইন হেবরনের একটি মসজিদের ভেতরে ২৯ মুসলমানকে হত্যা করে। ওই ঘটনায় আহত হয় দেড় শতাধিক মুসল্লি।
ফিলিস্তিনিরাও ইসরাইলি দখলদারিত্বের জবাব দেয় সন্ত্রাসী ভাষায়। ইসরাইলিরা তাদের ‘তালিকাভুক্ত ব্যক্তিদের’ হত্যা চালিয়ে যায়। জাতিসঙ্ঘে আরব লিগের সাবেক রাষ্ট্রদূত ক্লাভিস মাকসুদ বলেছেন, ‘বেগিন এবং শামির নেতৃত্বে ইসরাইলি সন্ত্রাস শুরু হয়েছিল, পরে শ্যারন তা অব্যাহত রাখেন।

সাবরা শাতিলা গণহত্যা
৬ জুন ১৯৮২ লেবানন আক্রমণের হোতা ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এরিয়েল শ্যারন ১১ সেপ্টেম্বর ১৯৮২ ঘোষণা করেন, বৈরুতের কাছে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে দুই হাজার সন্ত্রাসী রয়েছে। ১৫ সেপ্টেম্বর ইসরাইলি সেনারা পশ্চিম বৈরুত দখল করে। সেখানেই ফিলিস্তিনিদের সাবরা ও শাতিলার ক্যাম্পগুলো ইসরাইলি সেনারা অবরুদ্ধ করে এবং সিল করে দেয়। পরবর্তী ৪০ ঘণ্টায় ফ্যালানজিস্ট মিলিশিয়া ও ইসরাইলি সৈন্যরা বহু নিরস্ত্র বেসামরিক লোককে ধর্ষণ ও হতাহত করে। এক জরিপে অত্যাচারিতের সংখ্যা সাড়ে তিন হাজার বলে উল্লেখ করা হয়।
সাবরা ও শাতিলার গণহত্যা বিশ শতকের সবচেয়ে ঘৃণ্য অপরাধগুলোর অন্যতম। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ এই গণহত্যার নিন্দা করে (সিদ্ধান্ত : ৫২১/১৯ সেপ্টেম্বর ১৯৮২) এর অব্যবহিত পরে ১৬ ডিসেম্বর ১৯৮২ সাধারণ সভার অধিবেশনে এই ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে প্রস্তাব গৃহীত হয়। কিন্তু এই গণহত্যার জন্য দায়ী ব্যক্তি ও সহযোগীদের কারো কোনো বিচার বা শাস্তি হয়নি।

১৯৫৬ কাফর কাসিম গণহত্যা
ট্রাকভর্তি ফিলিস্তিনি শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে কচুকাটা করা হয়। ১৯৫৬ সালের সেই সন্ধ্যায় ইসরাইলি সেনারা ৪৯ জন শান্তিপ্রিয় সাধারণ মানুষকে হত্যা করে যাদের অর্ধেক হচ্ছে তেলআবিব শহর থেকে ১০ মাইল পূর্বে অবস্থিত কাফর কাসিম গ্রামের নারী ও শিশু। এদের মধ্যে ৯ বছর বয়সী একটি বালিকার গায়ে ২৮টি গুলি বিদ্ধ হয়। নিহত লোকজনের সবাই আরব ও ইসরাইলের নাগরিক। তারা সবাই মাঠ ও কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিল এবং যাতায়াত নিষিদ্ধ করে এক ঘণ্টা আগে জারি হওয়া কারফিউ সম্পর্কে তারা কোনোভাবেই অবহিত ছিল না। ডিসেম্বর ১৯৯৯ ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত খবরটির শিরোনাম ছিল- ‘Israel Explores Dark Pages of its Past’.
আগেই বলা হয়েছে, মেনাচিম বেগিনের পার্টি ইরগুন ১৯৪৮ সালের এপ্রিলে কিং ডেভিড হোটেল উড়িয়ে দেয় এবং দির ইয়াসিনে ফিলিস্তিনি গ্রামবাসীর ওপর গণহত্যা চালায়। আলবার্ট আইনস্টাইনসহ ১৮ জন বিশিষ্ট মার্কিন ইহুদি বুদ্ধিজীবী মেনাচিম বেগিনকে ‘ইসরাইলি নাৎসি’ অভিহিত করে ৪ ডিসেম্বর, ১৯৪৮ নিউ ইয়র্ক টাইমসে চিঠি লেখেন। চিঠিটি ভাষান্তর করে নিচে দেয়া হলো:
আমাদের সময়ের সবচেয়ে বিব্রতকর রাজনৈতিক বিষয়গুলোর অন্যতম হচ্ছে সদ্য প্রতিষ্ঠিত ইসরাইল রাষ্ট্রের ‘ফ্রিডম পার্টির Tnuat Haherut’ আত্মপ্রকাশ, যা সংগঠন, পদ্ধতি, রাজনৈতিক দর্শন এবং সামাজিক আবেদনের পরিপ্রেক্ষিতে নাৎসি ও ফ্যাসিস্ট পার্টির অনুরূপ। এটি ডানপন্থী উগ্র দেশপ্রেমিক সন্ত্রাসী সংগঠন Irgun Zvia Leumi-এর ছায়া সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
পার্টির নেতা মেনাচিম বেগিনের সাম্প্রতিক আমেরিকা সফরের উদ্দেশ্য হচ্ছে আসন্ন ইসরাইলি নির্বাচনে তার দলের প্রতি মার্কিন সমর্থন স্পষ্ট করা এবং যুক্তরাষ্ট্রের রক্ষণশীল জায়নবাদীদের সাথে তাদের সম্পর্ক সুদৃঢ় করা। রাষ্ট্রীয় পর্যায়ে বেশ কিছু বিশিষ্ট মার্কিন নাগরিক স্বনামে তার যুক্তরাষ্ট্র সফরকে স্বাগত জানিয়েছেন। যারা বিশ্বজুড়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব সময় উচ্চকণ্ঠ তারা মেনাচিম বেগিনের রাজনৈতিক ইতিহাস ও পরিপ্রেক্ষিত সঠিকভাবে জানার পরও কিভাবে তার নেতৃত্বাধীন আন্দোলনের সমর্থন ও সহায়ক হতে পারলেন তা একান্তই দুর্বোধ্য বিষয়।
বেগিনের পক্ষে প্রকাশ্যে জনমত তৈরি করা, তাকে আর্থিক সহায়তা করা ইত্যাদি কর্মকাণ্ডে ফিলিস্তিনিদের মনে এই ধারণা তৈরি হবে যে, মার্কিনিদের একটি বড় অংশ ইসরাইলি ফ্যাসিস্ট শক্তির সহায়ক। সুতরাং এই অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়ার আগে মার্কিন জনগণকে বেগিনের ইতিবৃত্ত এবং তার দলের লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে অবহিত করতে হবে।

বেগিনের পার্টির প্রকাশ্য ও প্রকৃত চরিত্র এক নয়। আজ তারা স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে তথা সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে বলছেন বটে কিন্তু সাম্প্রতিক সময়েও তারা ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে প্রকাশ্যে জনমত তৈরি করছিলেন। মূলত কর্মকাণ্ডের মধ্যেই ফ্যাসিস্ট দলের প্রকৃত পরিচয় প্রকাশিত হয়ে পড়ে এবং তাদের অতীত কর্মসূচি থেকেই এটি বোধগম্য হবে যে, ভবিষ্যতে তাদের প্রকৃত রূপ কী হবে।
আরব গ্রাম দির ইয়াসিনে তাদের আচরণ এই পার্টির নির্মমতার এক হৃদয়বিদারক দৃষ্টান্ত। প্রধান সড়ক থেকে দূরে ইহুদি ভূমিবেষ্টিত ওই গ্রামবাসী কোনো যুদ্ধে অবতীর্ণ হয়নি; বরং আরব গোষ্ঠীর যারা এই গ্রামকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তাদের তারা তাড়িয়ে দিয়েছে। সন্ত্রাসী দল ৯ এপ্রিল এই শান্তিকামী গ্রামবাসীর উপর আক্রমণ করে- এরা কোনোভাবেই যুদ্ধের প্রয়োজনে কোনো সামরিক লক্ষ্য ছিল না। এই হামলায় গ্রামের অধিকাংশ অধিবাসী (২৪০ জন) নিহত হন এবং জেরুসালেমের রাস্তায় বন্দী হিসেবে হাঁটিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কয়েকজনকে বাঁচিয়ে রাখা হয়। অধিকাংশ ইহুদি সম্প্রদায় ওই জঘন্য ঘটনায় আতঙ্কিত হয় এবং ইহুদি এজেন্সিগুলো জর্দানের বাদশাহ আবদুল্লøাহর কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে টেলিগ্রাম পাঠায়। কিন্তু সন্ত্রাসীরা এই বর্বরোচিত ঘটনার জন্য লজ্জিত হওয়া তো দূরের কথা, এই ন্যক্কারজনক ঘটনায় তারা গর্ববোধ করে ও এটি ব্যাপকভাবে প্রচার করে এবং দেশে উপস্থিত সব বিদেশী সংবাদ সংস্থাকে দির ইয়াসিনে তাদের কৃত ধ্বংসযজ্ঞ ও লাশের স্তূপ দেখার আমন্ত্রণ জানায়।

দির ইয়াসিনের ঘটনাটি ফ্রিডম পার্টির চরিত্র ও কর্মের উদাহরণ দেয়। ইহুদি সম্প্রদায়ের মধ্যে তারা অতি-জাতীয়তাবাদ, ধর্মীয় রহস্যবাদ এবং জাতিগত শ্রেষ্ঠত্বের সংমিশ্রণ প্রচার করেছে। অন্যান্য ফ্যাসিস্ট পার্টির মতো তারা ধর্মঘট ভাঙতে ব্যবহার করেছে এবং নিজেরাই মুক্ত ট্রেড ইউনিয়ন ধ্বংস করার জন্য চাপ দিয়েছে। তাদের পরিবর্তে তারা ইতালীয় ফ্যাসিস্ট মডেলে করপোরেট ইউনিয়নের প্রস্তাব করেছে। বিক্ষিপ্ত ব্রিটিশবিরোধী সহিংসতার শেষ বছরগুলোতে, আইজেডএল এবং স্টার্ন গ্রুপগুলো ফিলিস্তিনের ইহুদি সম্প্রদায়ে সন্ত্রাসের রাজত্বের উদ্বোধন করেছিল। তাদের বিরুদ্ধে কথা বলার জন্য শিক্ষকদের মারধর করা হয়েছিল, তাদের শিশুদের তাদের সাথে যোগ দিতে না দেয়ায় প্রাপ্তবয়স্কদের গুলি করা হয়েছিল। গ্যাংস্টার পদ্ধতি, মারধর, জানালা ভাঙা এবং ব্যাপক ডাকাতির মাধ্যমে, সন্ত্রাসীরা জনগণকে ভয় দেখায় এবং একটি ভারী শ্রদ্ধা আদায় করে। ফিলিস্তিনের গঠনমূলক অর্জনে ফ্রিডম পার্টির লোকজনের কোনো অংশ নেই। তারা কোনো জমি পুনরুদ্ধার করেনি, কোনো বসতি নির্মাণ করেনি এবং শুধু ইহুদিদের প্রতিরক্ষা কার্যক্রম থেকে বিরত রয়েছে। তাদের বহুল প্রচারিত অভিবাসন প্রচেষ্টা ছিল মিনিট এবং প্রধানত ফ্যাসিস্ট স্বদেশীদের আনার জন্য নিবেদিত।

বেগিন এবং তার দল এখন যে সাহসী দাবি করছে এবং ফিলিস্তিনে তাদের অতীতের পারফরম্যান্সের রেকর্ডের মধ্যে পার্থক্যগুলো কোনো সাধারণ রাজনৈতিক দলের ছাপ বহন করে না। এটি একটি ফ্যাসিস্ট পার্টির অস্পষ্ট স্ট্যাম্প যার জন্য সন্ত্রাসবাদ (ইহুদি, আরব এবং ব্রিটিশদের বিরুদ্ধে একইভাবে), এবং ভুল উপস্থাপনের উপায় এবং একটি ‘নেতা রাষ্ট্র’ লক্ষ্য।
পূর্বোক্ত বিবেচনার আলোকে, মিস্টার বেগিন এবং তার আন্দোলন সম্পর্কে এ দেশে সত্য প্রকাশ করা অপরিহার্য। এটি আরো দুঃখজনক যে, আমেরিকান ইহুদিবাদের শীর্ষ নেতৃত্ব বেগিনের প্রচেষ্টার বিরুদ্ধে প্রচারণা করতে অস্বীকার করেছে, এমনকি তার নিজস্ব উপাদানগুলোর কাছে বিগিনের সমর্থন থেকে ইসরাইলের জন্য বিপদগুলো প্রকাশ করতে অস্বীকার করেছে। তাই নি¤œস্বাক্ষরকারীরা বেগিন এবং তার দল সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে উপস্থাপনের এই উপায়টি গ্রহণ করে এবং ফ্যাসিবাদের এই সর্বশেষ প্রকাশকে সমর্থন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি।
(স্বাক্ষরিত) : ইসিডোর আব্রামোভিটজ, হান্না আরেন্ডট, আব্রাহাম ব্রিক, রাব্বি জেসুরুন কার্ডোজো, আলবার্ট আইনস্টাইন, হারম্যান আইসেন, এমডি, হায়িম ফাইনম্যান, এম গ্যালেন, এমডি, এইচ. হ্যারিস, সরিগ, হরিস, এইচ আইএ কাউফম্যান, ইরমা এল। লিন্ডহেম, নাচম্যান মাইজেল, সিমোর মেলম্যান, মায়ার ডি. মেন্ডেলসন, এমডি, হ্যারি এম. ওসলিনস্কি, স্যামুয়েল পিটলিক, ফ্রিটজ রোহরলিচ, লুইস পি রকার, রুথ সাগিস, ইতজক, সানজক। শোয়েনবার্গ, স্যামুয়েল শুমান, এম. সিঙ্গার, ইরমা উলফে, স্টেফান ওল্ফে। নিউ ইয়র্ক, ২ ডিসেম্বর, ১৯৪৮।
লেখক : গবেষক


আরো সংবাদ



premium cement
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প শীতের মধ্যে বৃষ্টির আভাস

সকল