১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
স্ম র ণ

সাংবাদিক মাহবুবুল হক

-

আজ প্রখ্যাত সাংবাদিক ও পার্লামেন্টারিয়ান মাহবুবুল হকের মৃত্যুবার্ষিকী। তিনি ফেনী সদর উপজেলার ফরহাদনগরে জন্মগ্রহণ করেন ১৯২৩ সালের ২৩ ফেব্রুয়ারি। মাহবুবুল হক ছিলেন শ্রমিক নেতা ও সংবাদপত্র ব্যবস্থাপকও। স্থানীয় আমিরাবাদ হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ১৯৩৯ সালে। এরপর তদানীন্তন আসাম-বেঙ্গল রেলওয়েতে চাকরি নেন। অচিরেই রেলওয়ে শ্রমিক-আন্দোলনের বিশিষ্ট নেতা হিসেবে পরিচিত হন। তিনি ১৯৫০ সালের সিরাজগঞ্জ রেলকর্মী সম্মেলনের প্রধান উদ্যোক্তা। এ সম্মেলনে ‘পূর্ব পাকিস্তান রেলওয়ে এমপ্লয়িজ লীগ’ গঠিত হলে এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৫-৭১ সময়ে এ সংগঠনের কার্যকরী সভাপতি পদে থেকে দায়িত্ব পালন করেন।
১৯৫৬ সালে শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে পরিচালিত কৃষক-শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৬২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। পার্লামেন্টে সরকারবিরোধী ভূমিকা পালন করেছেন দেশপ্রেম, সাহস ও বাগ্মিতার সাথে। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের এবং ১৯৬৫ ও ১৯৭০ সালে জাতীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্রথিতযশা সাংবাদিক ফেনী থেকে ১৯৫৭ সালে নিজের সম্পাদনায় প্রকাশ করেন সাপ্তাহিক পল্লীবার্তা। ১৯৫৮ সালে বিখ্যাত পাকিস্তান অবজারভার পত্রিকায় কমার্শিয়াল ম্যানেজার পদে যোগ দেন। পল্লীবার্তা ফেনী থেকে ঢাকায় স্থানান্তরিত হয়ে অবজারভার গ্রুপের পত্রিকা হিসেবে সাপ্তাহিক পূর্বদেশ নামে তারই সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯৬২ সালে অবজারভার গ্রুপের ম্যানেজিং এডিটর নিযুক্ত হন। ১৯৬৯ সালের ১৪ আগস্ট তার উদ্যোগে পূর্বদেশ দৈনিকে রূপান্তরিত হয়েছিল। এ পত্রিকার একাধারে সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (১৯৬৯-১৯৭১) ছিলেন।
মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনের অভিযোগে ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে পূর্বদেশের সম্পাদকের পদ থেকে অপসারিত ও গ্রেফতার হন। ১৯৭৩ সালের জুন পর্যন্ত জেলে থাকায় স্বাস্থ্য ভেঙে পড়ে। ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে আবদুল গাফ্ফার চৌধুরী সম্পাদিত দৈনিক জনপদের প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন।
সাংবাদিকতা, রেলওয়ে শ্রমিক আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ষাটের দশকে পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে তার বিরাট অবদান অনস্বীকার্য। ১৯৬০ সালের প্রথম দিকে জাতীয় পরিষদের বক্তৃতায় এবং পত্রিকায় লেখনীর মাধ্যমে বাঙালিদের ওপর পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মৃত্যু ঢাকায় ৫ জুন, ১৯৭৪ সালে।


আরো সংবাদ



premium cement
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান

সকল