১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্ম র ণ : গবেষক ডক্টর মুহাম্মদ আবদুল্লাহ

-

অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহর জন্ম ১৯৩২ সালের ১ এপ্রিলে লক্ষ্মীপুর জেলার বাঙ্গাখাঁ গ্রামে। তার পিতা খ্যাতনামা আলেম মওলানা মুখলেসুর রহমান। তিনি নোয়াখালী কারামতিয়া মাদরাসা থেকে ১৯৪৩ সালে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে আলিম, ১৯৪৫ সালে প্রথম বিভাগে দ্বিতীয় হয়ে ফাজিল পাস করেন। ১৯৪৭ সালে কলকাতা আলিয়া মাদরাসা থেকে ‘মুমতাজুল মুহাদ্দিসীন’ ডিগ্রি অর্জন করেন। ১৯৪৯ সালে চট্টগ্রামের বর্তমান হাজী মুহসীন কলেজ থেকে প্রথম বিভাগে চতুর্থ স্থান অধিকার করেন উচ্চমাধ্যমিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে উর্দু বিষয়ে বিএ অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার এবং কলা অনুষদে সর্বোচ্চ নম্বর অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। ১৯৫৩ সালে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি এ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে এমফিল এবং ১৯৮৩ সালে পিএইচডি করেছেন।
ড. আবদুল্লাহ শিক্ষকতার শুরুতে সিলেট সরকারি আলিয়া মাদরাসায় ১৯৫৫ সালে যোগ দেন। সরকারি কলেজ ও মাদরাসায় প্রায় ১৮ বছর সুখ্যাতির সাথে শিক্ষকতা করে ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু-ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৭৮ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৮৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯২ সালের ৩০ জুন অবসর নেয়ার পর একই বিভাগে সুপারনিউমারারি প্রফেসর হিসেবে ১০ বছর অধ্যাপনা করেন। আমৃত্যু তিনি সেখানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। ড. আবদুল্লাহ আরবি, ফার্সি, বাংলা, উর্দু, ইংরেজিÑ এই পাঁচটি ভাষায় সমান দক্ষতার অধিকারী ছিলেন। তার গ্রন্থ সংখ্যা ৩৩। এ ছাড়া শতাধিক প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে ১১টি গবেষণা প্রকল্প তিনি সফলভাবে সমাপ্ত করেন। ১. পূর্ববঙ্গে ফারসি সাহিত্য (ঊনবিংশ শতাব্দী) ২. মওলানা আব্দুল আওয়াল জৌনপুরী : জীবন ও কর্ম (১৯৮১) ৩. উবায়দুল্লাহ আল উবায়দীর সমাজ চিন্তা ও সাহিত্যিক অবদান ৪. ঢাকার কয়েকজন মুসলিম সুধী ৫. আযাদী আন্দোলনে মওলানা উবাইদুল্লাহ সিন্ধির ভূমিকা ও মুসলিম ধর্মতত্ত্বে ইমাম গাজ্জালীর অবদান (২০০২) প্রভৃতি উল্লেখযোগ্য। ১৯৯২ সালে ‘ইব্রাহিম খাঁ স্বর্ণপদক’ লাভ করেন। তিনি ২০০৮ সালের ২১ অক্টোবর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৭৬ বছর বয়সে ইন্তেকাল
করেন। হ
ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী


আরো সংবাদ



premium cement
রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির খেলাফত আন্দোলনের যৌথসভা অনুষ্ঠিত

সকল