প্রতিক্রিয়া : এবনে গোলাম সামাদ লিখিত প্রবন্ধ
- ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
নয়া দিগন্তে গত ৮ সেপ্টেম্বর ২০১৮ সম্পাদকীয় পাতায় এবনে গোলাম সামাদ লিখিত প্রবন্ধের চতুর্থ কলামে আমার সম্পর্কে কিছু মন্তব্য রয়েছে, যা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। প্রবন্ধটিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব, যে বিষয়ে আমার কিছু বলার নেই। কারণ, এটি লেখকের স্বাধীনতা। রাজনীতি সম্পর্কে এবং কোনো দল সম্পর্কে তিনি মতামত দিতেই পারেন। কিন্তু ভুল তথ্য প্রদান করে পাঠককে বিভ্রান্ত করা তার মতো প্রবীণ ও বিজ্ঞ কলামিস্টের জন্য কতটুকু সমীচীন, তা তিনি নিজেই বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস। ফ্যাসিস্ট পার্টির আভিধানিক অর্থ হচ্ছে একটি দল, যা সরকারে গিয়ে স্বৈরাচারে পরিণত হয়। ইংরেজিতে বলা হয়Ñ Fascism is defined as a System of Government, where a dictator has complete control. কমিউনিস্ট পার্টি হচ্ছে সেই দল, যা সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। বাকশাল এবং আওয়ামী লীগ এক দল নয়। বাকশাল প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগ অন্য দলগুলোর সঙ্গে বিলুপ্ত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ’৭৫-পরবর্তীকালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করলে আওয়ামী লীগ অন্যান্য দলের মতোই নিজেদের নিবন্ধিত করে।
আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টি নয়। তিনি মন্তব্য করেছেনÑ ‘মির্জা সাহেব রাজনীতি করেন অথচ খোঁজ রাখেন না দেশের রাজনৈতিক ইতিহাসের। একটা দেশের রাজনৈতিক ইতিহাস ও ভৌগোলিক অবস্থানের (Location) কথা মনে রেখেই করতে হয় রাজনীতি। কিন্তু তিনি সেটা করছেন বলে অনুমিত হতে পারছি না। হলে তিনি আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট দল না বলে বলতেন কমিউনিস্ট দল।’ এর পরে তিনি যা লিখেছেন, সেটি তার ব্যক্তিগত মতামত। তার স্বাধীনতা রয়েছে নিজস্ব মতামত প্রকাশের। কিন্তু আমার সম্পর্কে যে নির্দয় (Unkind) মন্তব্য তিনি করেছেন, তাতে আমি বিস্মিত। এটি সম্মানজনক বলে মনে করছি না। তার কাছ থেকে এ ধরনের মন্তব্য আশা করি না। আশা করি, ভবিষ্যতে এ বিষয়গুলো সম্পর্কে তিনি আরো সচেতন হবেন এবং পাঠককে বিভ্রান্ত করবেন না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা