০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

তুর্কি সামরিক সক্ষমতা, মধ্যপ্রাচ্যে পাল্টে যাচ্ছে সমীকরণ

সময়-অসময়
-


হঠাৎ করেই তুরস্ক তার বিস্ময়কর সামরিক সক্ষমতার বিষয় প্রকাশ করেছে। ২০২৫ সাল নাগাদ তুরস্ক একযোগে ৩১টি যুদ্ধজাহাজ তৈরি করার কথা জানিয়েছে। যার মধ্যে রয়েছে- একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, একটি ডেস্ট্রয়ার, সাতটি ফ্রিগেট, দু’টি কর্ভেট (শিগগিরই আরো চারটি) এবং সাতটি সাবমেরিন। এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে তুর্কি ১০টি হালকা (৬০০ টন) অ্যাটাক শিপ, ১৫টি কর্ভেট, ১২টি ফ্রিগেট+আটটি ডেস্ট্রয়ার, ২০টি সাবমেরিন (এসটিএম-৫০০ মিনি সাবমেরিন এবং মিলডেন সাবমেরিনের সংখ্যা নির্ধারণ করা হবে) একটি ড্রোন ক্যারিয়ার এবং একটি বিমানবাহী রণতরী সংযোজন করবে বলে আশা করছে।
তুর্কি প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ক্ষমতা এবং শক্তি বিশ্বব্যাপী এখন মনোযোগ আকর্ষণ করেছে। দেশটির শিপইয়ার্ড ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৩১টি সামরিক জাহাজের একযোগে নির্মাণের সংখ্যাটি এমন একটি রেকর্ড ভেঙেছে যা পাল্টানো সত্যিই বেশ কঠিন। তুর্কি শিপইয়ার্ড আগে থেকেই পতুর্গাল, ইউক্রেন, মালয়েশিয়া, নাইজেরিয়া ও পাকিস্তানের জন্য জাহাজ এবং নৌবাহিনীর প্রয়োজনের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রেস কাউন্সিলর রিয়ার অ্যাডমিরাল জেকি আকতুর্ক গত ২ জানুয়ারি, এক বিবৃতিতে এই আকর্ষণীয় সমরাস্ত্র নির্মাণের তথ্য ঘোষণা করেন। নৌবাহিনীর স্বপ্নের প্রকল্প, ন্যাশনাল এয়ারক্রাফট ক্যারিয়ার (মাগেম), টিএফ-২০০০ এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার এবং ন্যাশনাল সাবমেরিন (মিলডেন) তৈরির কাজ শুরু হয়েছে মর্মে আকতুর্কের সুসংবাদটি দেশটির লাখ লাখ মানুষকে আনন্দ এনে দেয়ার পাশাপাশি বাইরের অনেকের মনোযোগ আকর্ষণ করেছে।
শিলগেম প্রকল্পের পরিধির মধ্যে চারটি এডিএ ক্লাস কর্ভেট নির্মাণ সম্পন্ন হয় এবং তুর্কি নৌবাহিনীর কাছে সরবরাহ করার পরে, ফ্রিগেট প্রকল্পটি শুরু করা হয়। টিজিজি ইস্তাম্বুল আটটি আইএসটিএফ শ্রেণীর ফ্রিগেটের মধ্যে প্রথম দেশীয় এবং জাতীয় সম্পদ দিয়ে উৎপাদিত হওয়ার পরে গত বছর ইনভেন্টরিতে অন্তর্ভুক্ত করা হয়।
টিজিজি ইস্তাম্বুলের পরে টিজিজি ইজমির, টিজিজি ইজমিট এবং টিজিজি আইচের তৈরি হবে। আনাদোলু, সেডেফ এবং সেফাইন শিপইয়ার্ডে নির্মাণাধীন তিনটি ফ্রিগেট সরঞ্জাম কার্যক্রম চালু হওয়ার পরে, এই শিপইয়ার্ডগুলো অবশিষ্ট চারটি ফ্রিগেট নির্মাণ শুরু করবে।
টিজিজি ইস্তাম্বুল পরিষেবা শুরু করার পরে, আইসেল, ইজমির ও ইজমিটের নির্মাণ অব্যাহত রয়েছে। টিজিজি ইস্তাম্বুল, মিলজেম ফ্রিগেট সিরিজের প্রথম, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের ইস্তাম্বুল শিপইয়ার্ডে নির্মিত হয়। সাতটি জাহাজের সমন্বয়ে গঠিত অন্য ফ্রিগেট গ্রুপটিকে প্রাইভেট শিপইয়ার্ডে টেন্ডার করার পর, এই শিপইয়ার্ডে হিসার শ্রেণীর অফশোর টহল জাহাজ নির্মাণ শুরু হয়। সিরিজের প্রথম দু’টি জাহাজ, আখিসার ও কোহিসার যখন নির্মিত হচ্ছিল, তখন ডিয়ারসান শিপইয়ার্ড চারটি জাহাজ নির্মাণের কাজ হাতে নেয়, যা এই জাহাজগুলোর যমজ হবে।

নেভাল ফোর্সেস কমান্ডের অন্তর্গত গোলকুক শিপইয়ার্ডে রেইস শ্রেণীর সাবমেরিন নির্মাণ অব্যাহত রয়েছে। টিসিজি পিরি রেইস, জার্মান থিসেনক্রাপ দ্বারা ডিজাইন করা টাইট-২১৪ ক্লাসের ছয়টি সাবমেরিনের মধ্যে প্রথম, ২০২৪ সালের সেপ্টেম্বরে পরিষেবাতে রাখা হয়। বাকি পাঁচটি সাবমেরিনের নির্মাণকাজ গোলকুকে অব্যাহত রয়েছে। সুপার সাইলেন্ট এবং সুপার সিক্রেট সাবমেরিন, ৮০ শতাংশ স্থানীয় উৎপাদনসহ উৎপাদিত, ২০২৯ সাল নাগাদ সম্পূর্ণ এবং পরিষেবাতে রাখা হবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় সাবমেরিনের নির্মাণ শুরু হয়েছে গোলকুকে, যেখানে একই সময়ে পাঁচটি সাবমেরিন তৈরি করা হয়। ২০২৫ সালের প্রথম দিনগুলোতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠানের ঠিকানা হয়ে ওঠে। এই অনুষ্ঠানটি ছিল তুরস্কের স্বপ্নের প্রকল্পগুলোর মধ্যে একটি জাতীয় সাবমেরিনের প্রথম শিট মেটাল কাটার অনুষ্ঠান। ৮০ মিটার দীর্ঘ সাবমেরিন, যা প্রায় শতভাগ অভ্যন্তরীণ এবং জাতীয় সম্পদ দিয়ে তৈরি করা হবে, পাঁচ বছরের নির্মাণ সময়ের পরে ২০৩০ সালের মধ্যে চালু করার লক্ষ্য রয়েছে।
জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছে, জাতীয় বিমান বাহক এবং টিএফ-২০০০ এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার, মিলডেনের একসাথে, ইস্তাম্বুল শিপইয়ার্ডে শুরু হয়েছে। মুগেম, যার পূর্ণ দৈর্ঘ্য হবে ২৮৫ মিটার, প্রস্থ ৭২ মিটার এবং স্থানচ্যুতি ওজন ৬০ হাজার টন, তুর্কি নৌবাহিনীর শক্তি সঞ্চালন ক্ষমতা ব্লু হোমল্যান্ডের সীমানা ছাড়িয়ে নিজেকে প্রসারিত করবে।

মধ্যপ্রাচ্যে সমীকরণ পরিবর্তন
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি হলো সৌদি আরব। মুসলিম ধর্মীয় কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণকারী ও অর্থনৈতিক শক্তি এবং ওআইসির নেতৃস্থানীয় দেশ হিসেবে সৌদি আরবে অনেক নীরব পরিবর্তন এসেছে গত দেড় দশকে। এ সময় রিয়াদ যুক্তরাষ্ট্রে একক অধিপত্য থেকে মুক্ত হয়ে চীন রাশিয়ার সাথে সমান্তরাল সম্পর্ক নির্মাণের মধ্য দিয়ে একটি ভারসাম্যপূর্ণ কৌশলগত সম্পর্ক নির্মাণ করে। প্রায় কাছাকাছি পরিবর্তন তুরস্কেও আসে বিগত দুই দশকে। ন্যাটো সদস্য দেশ হওয়ার পরও আঙ্কারা চীন ও রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে।
আরব বসন্তের সময়কার এই দুই শক্তির সম্পর্কের টানাপড়েন সা¤প্রতিক সময়ে কৌশলগত সহযোগিতায় পরিবর্তিত হয়। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে কুয়েত কাতারের সাথে তুরস্কের সম্পর্ক আগে থেকে সহযোগিতার নানা চুক্তির মধ্যে বিকাশমান রয়েছে। মিসর ও সংযুক্ত আরব আমিরাতের সাথে তুরস্কের বৈরী সম্পর্কের অবসান ঘটে। সিরিয়ার সা¤প্রতিক পরিবর্তন মধ্যপ্রাচ্যের সমীকরণ পরিবর্তনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। জর্দান, লেবানন ও ইরাকের সাথে আঙ্কারার তাৎপর্যপূর্ণ কিছু কৌশলগত সংলাপ হয়েছে।
এই অবস্থায় সৌদি আরবের সাথেও তুরস্কের সম্পর্কের বহুমুখী উন্নয়ন মধ্যপ্রাচ্যের সমীকরণ পরিবর্তনে বিশেষভাবে হবে তাৎপর্যপূর্ণ।

রিয়াদ-আঙ্কারা সম্পর্কে নতুন অধ্যায়
২২ ডিসেম্বর, ২০২৪-এ, সৌদি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ফায়াদ বিন হামেদ আল-রুওয়াইলি তার তুর্কি প্রতিপক্ষ মেতিন গুরাকের আমন্ত্রণে তুরস্ক সফর করেন। দুই কর্মকর্তা পৃথক ও যৌথ উভয়ভাবে আলোচনা করেছেন এবং রুওয়াইলি তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর সাথেও দেখা করেছেন। এই সফর নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া না হলেও এটি সৌদি-তুর্কি সম্পর্কের সাম্প্রতিক বড় ধরনের ইতিবাচক উন্নয়ন। এই সফরের সময়টি তাৎপর্যপূর্ণ। গাজা যুদ্ধের পর আঞ্চলিক উন্নয়ন এবং সিরিয়া ও হর্ন অব আফ্রিকার চলমান পরিবর্তনের সাথে মিল রেখে, উভয় দেশের জন্য পারস্পরিক কৌশলগত স্বার্থের একাধিক অভিন্ন ক্ষেত্র রয়েছে।
সৌদি-তুর্কি সম্পর্ক ২০২২ সালের প্রথম দিকে তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সৌদি আরব সফর এবং একই বছরের জুলাই মাসে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তুর্কি সফরের পরে গতি ফিরে পেয়েছে। দুই দেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছে, যার ফলে বাণিজ্যের গতি উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে, যা ২০২৩ সালে ১৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫.৪ বিলিয়ন রিয়ালে পেঁৗছেছে। তুরস্কের সৌদি আরবে রফতানি ছিল ১৫.৬ বিলিয়ন রিয়াল, যেখানে তুরস্কের আমদানি ছিল মোট ৯.৮ বিলিয়ন রিয়াল।
সৌদি আরব এবং তুর্কি একটি নতুন নিরাপত্তা পরিবেশ প্রতিষ্ঠার জন্য একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতাকে উৎসাহিত করে এবং আঞ্চলিক অভিনেতাদের অনুসরণ করার জন্য একটি উদাহরণ স্থাপন করে। এই দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে বৈশ্বিকভাবে ইসলামী দেশগুলোর জোটকে শক্তিশালী করা এবং ক্ষমতার আঞ্চলিক ভারসাম্য পরিবর্তনের লক্ষ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিকল্পনাগুলোর মোকাবেলা করা।

সামরিক সহযোগিতা
সৌদি-তুর্কি যৌথ সামরিক কমিটির ষষ্ঠ অধিবেশন হিসেবে অনুষ্ঠিত দুই দেশের সামরিক প্রধানদের বৈঠকটি প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার অগ্রগতিকে তুলে ধরে। এই সহযোগিতাটি ২০২৩ সালের জুলাই মাসে এরদোগানের রিয়াদ সফরে ফিরে আসে, যে সময়ে প্রতিরক্ষা সহযোগিতার জন্য একটি নির্বাহী পরিকল্পনা স্বাক্ষরিত হয়েছিল। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বাণিজ্যকে একটি কৌশলগত অংশীদারত্বের স্তরে উন্নীত করা এই পরিকল্পনার লক্ষ্য ছিল।
স্থানীয় প্রতিরক্ষা শিল্প, বিশেষ করে ড্রোন সেক্টরে তুর্কিয়ের সাফল্য সৌদি আরবের কাছ থেকে উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি করেছে। তুর্কি ড্রোন, নাগর্নো-কারাবাখ যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সিরিয়ার মতো দ্বন্দ্বে কার্যকর প্রমাণিত হয়েছে। এটি স্বীকার করে সৌদি আরব তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বেকারের সাথে দু’টি অধিগ্রহণ চুক্তি করেছে। এই চুক্তিগুলোর মধ্যে সৌদি আরব মিলিটারি ইন্ডাস্ট্রিজ (সামি) এবং বেকারের মধ্যে একটি অংশীদারিত্ব অন্তর্ভুক্ত রয়েছে যাতে দেশীয় উৎপাদন সক্ষমতা স্থাপন এবং রাজ্যের মধ্যে ড্রোন সিস্টেম বিকাশ করা যায়। ২০২৬ সালের মধ্যে সামির আকিনসি ড্রোনের ৭০ শতাংশের বেশি স্থানীয়ভাবে তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ন্যাটো সদস্য দেশসহ ১৭৮টি দেশে তুরস্ক সমরাস্ত্র রফতানি করছে। ১৭ ডিসেম্বর, ২০২৪-এ, তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন ডিফেন্স টেকনোলজিস ইঞ্জিনিয়ারিং কোম্পানি দু’টি সরবরাহ জাহাজ নির্মাণের জন্য পতুর্গিজ নৌবাহিনীর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। উপরন্তু, স্পেনে তুর্কি রাষ্ট্রদূত নুকেট কুকেল ইজবারসি এবং স্প্যানিশ প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস স্পেনের কাছে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) দ্বারা নির্মিত ২৪টি হুরজেট জেট ট্রেনার বিমান বিক্রির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, এটি প্রথমবারের মতো তুর্কিয়ে ন্যাটো এবং ইইউ সদস্য দেশগুলোর কাছে সামরিক জাহাজ এবং বিমান বিক্রি করেছে। এটি সামরিক ক্ষেত্রে তুর্কিয়ের সাথে সৌদি আরবের সহযোগিতার কৌশলগত গুরুত্ব তুলে ধরে। তুর্কি অস্ত্র কেনার বাইরে, অংশীদারত্বটি সামরিক শিল্পের বিকাশ এবং স্থানীয়করণে সহযোগিতার ওপর জোর দেয়।

সৌদি-তুর্কি সহযোগিতার কৌশলগত প্রভাব
প্রতিরক্ষা স্তরে সৌদি-তুর্কি সামরিক সহযোগিতা একটি কৌশলগত মাত্রা গ্রহণ করেছে, যা তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ক্ষমতার বৃহত্তর আঞ্চলিক ভারসাম্য উভয়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এটি ক্ষমতার আঞ্চলিক ভারসাম্য বিশেষ করে এই অঞ্চলে বর্তমান আঞ্চলিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যকে পুনঃনির্মাণের প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে।
সৌদি-তুর্কি সহযোগিতা উভয় দেশের অপ্রচলিত সামরিক সক্ষমতাকে শক্তিশালী করে, বিশেষ করে যেখানে ড্রোন এই অঞ্চলে শহুরে সঙ্ঘাত এবং প্রক্সি যুদ্ধের একটি নির্ধারক ফ্যাক্টর হয়ে উঠেছে। নন-স্টেট অ্যাক্টরদের দ্বারা এই ড্রোনগুলো অধিগ্রহণ করা দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তুর্কি ড্রোনগুলো কেবল তাদের মার্কিন সমকক্ষের তুলনায় বেশি সাশ্রয়ী নয়; বরং উন্নত প্রযুক্তিগত ক্ষমতাও অফার করে, তাদের সামরিক প্রযুক্তির অগ্রভাগে অবস্থান করে।
ইতোমধ্যে সৌদি আরব তার সামুদ্রিক আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে উচ্চাকাঙ্ক্ষীভাবে তার জাহাজ নির্মাণ শিল্প বিকাশ করছে। সদ্য প্রতিষ্ঠিত শিপবিল্ডিং অথরিটি রাজ্যের মধ্যে নৌ-জাহাজ নির্মাণের শতভাগ স্থানীয়করণের লক্ষ্য রাখে। বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ শিল্পে তুর্কিয়ের বিশিষ্ট ভূমিকার পরিপ্রেক্ষিতে, এটি এই ক্ষেত্রে একটি মূল অংশীদার হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরব বিদেশী প্রতিরক্ষা সক্ষমতার উপর নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে অগ্রসর হওয়ার জন্য তুর্কিয়ের দক্ষতাকে কাজে লাগাতে চায়। এই সহযোগিতা উভয় দেশকে প্রতিরক্ষা খাতে আরো উচ্চাভিলাষী উদ্দেশ্য উপলব্ধি করতে সক্ষম করতে পারে।

বৈশ্বিক পরিবর্তনের হিসাব-নিকাশ ও সম্ভাব্য চ্যালেঞ্জ
বিশ্বব্যবস্থা উল্লেখযোগ্য উত্থান-পতনের সম্মুখীন হচ্ছে, প্রধান অভিনেতাদের মধ্যে ক্ষমতার লড়াই মধ্যম শক্তির জন্য তাদের স্বার্থ জাহির করা ও আঞ্চলিক ও বিশ্বব্যাপী তাদের ভূমিকাকে নতুন করে সংজ্ঞায়িত করার সুযোগ তৈরি করছে। তুরস্ক ও সৌদি আরব উভয়েরই এই ক্রান্তিকালীন সময়ে মধ্যপ্রাচ্যের পুনর্নির্মাণকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। ব্যাপক দ্বিপক্ষীয় সহযোগিতা রিয়াদ ও আঙ্কারার নেতৃত্বে একটি আঞ্চলিক অক্ষ গঠনের পথ প্রশস্ত করতে পারে। সিরিয়া এই সম্ভাব্য অক্ষের (রিয়াদ-দামাস্কাস-আঙ্কারা) জন্য একটি জটিল পরীক্ষা হিসেবে কাজ করতে পারে। সিরিয়াও দুই দেশের মধ্যে বাণিজ্য জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ বাহক হয়ে উঠতে পারে, সম্ভাব্য নতুন কৌশলগত প্রকল্পগুলোকে সহজতর করে যা জর্দান, সিরিয়া ও তুর্কিয়ের মাধ্যমে উপসাগরকে ইউরোপের সাথে যুক্ত করে, বিশেষ করে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা খাতে।
উপসাগরীয় রাজ্যগুলোতে অস্ত্র সরবরাহকারী হিসেবে তুর্কিয়ের উত্থানকে পশ্চিমা শক্তিগুলো এই অঞ্চলে তাদের দীর্ঘস্থায়ী সামরিক অংশীদারত্বের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারে। এই গতিশীলতা পশ্চিমা দেশগুলোকে বিশেষ করে প্রতিরক্ষা খাতে সৌদি-তুর্কি সহযোগিতার পরিমাণ হ্রাস বা প্রভাবিত করার জন্য চাপ প্রয়োগ করতে প্ররোচিত করতে পারে।
সৌদি-তুর্কি প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতাকে এই অঞ্চলে একটি প্রধান নিরাপত্তা প্রদানকারী এবং অস্ত্র সরবরাহকারী হিসেবে ইসরাইল নিজেদের অবস্থানে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে। এই অংশীদারত্ব ইসরাইলের উন্নত অস্ত্র বিক্রির সুযোগ সীমিত করতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা গতিশীলতার ওপর এর প্রভাব কমাতে পারে। ফলস্বরূপ, ইসরাইল এই সহযোগিতাকে বাধা দেয়ার চেষ্টা করতে পারে। রিয়াদ ও আঙ্কারার মধ্যে সুদৃঢ় সম্পর্ক এবং বহুমুখী জোটের সম্ভাবনা আব্রাহাম চুক্তি সম্প্রসারিত করার এবং একটি আঞ্চলিক ব্যবস্থায় প্রভাবশালী ভূমিকা সুরক্ষিত করার জন্য ইসরাইলের উচ্চাকাঙ্ক্ষাকে হুমকির মুখে ফেলতে পারে।
[email protected]

 

 

 

 


আরো সংবাদ



premium cement

সকল