স্ম র ণ : স্যামসন এইচ চৌধুরী
- ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
দেশের স্বনামধন্য শিল্পপতি স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী ৫ জানুয়ারি। স্যামসন চৌধুরীর জন্ম ১৯২৬ সালের ২৫ ফেব্রুয়ারি পাবনার আতাইকুলায়। ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোট একটি ওষুধের দোকান খোলার মাধ্যমে ব্যবসায় তার হাতেখড়ি। ১৯৫৮ সালে চার বন্ধু মিলে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তারপর বিরামহীন পথচলা।
স্যামসন চৌধুরী মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে ওষুধ শিল্প সমিতির সভাপতি ও উপদেষ্টা ছিলেন তিনি। পালন করেছেন বাংলাদেশের ভেষজ পণ্য উৎপাদনকারী সমিতির সভাপতির দায়িত্বও। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা