২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুমি ‘সায়েমের’ মতো চেয়ারে বসে থেকো না

-

প্রেসিডেন্ট জিয়াকে মওলানা ভাসানী এ কথাটি বলেছিলেন। ১৯৭৬ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে ঈশ্বরদীতে এক জনসভায় মওলানা ভাসানী ঘোষণা করলেন, ‘আমি আমার জীবনে বহুত সরকারের পতন ঘটিয়েছি; কিন্তু জিয়া সৎ ও উদ্যমী পুরুষ, তাকে তোমরা সমর্থন করো। আমাকে সে কথা দিয়েছে পুরো বাংলাদেশ ঘুরে দেখবে।’ কথা রেখেছিলেন জিয়াউর রহমান। চারণের মতো তিনিও সমগ্র বাংলাদেশ ঘুরতে লাগলেন।
আজ ভাসানির মতো নির্দেশ দেয়ার ক্ষমতাসম্পন্ন কোনো ব্যক্তিত্ব জীবিত নেই। জাতীয় জীবনের সমস্যা সমাধানে এমন সুযোগ আর কখনো আসবে কি না তাও বলা যায় না। এ সুযোগটিকে আমরা বোধহয় হারাতে বসেছি। ড. ইউনূসের জন্য জিয়ার মতো ঘুরে বেড়ানো হয়তো বয়সের কারণে সম্ভব নয়। পুরো উপদেষ্টা পরিষদে কেউ কি জিয়ার আমলের কথা স্মরণ করতে পারছেন না। তারা সবাই কি ড. ইউনূসের সমবয়সী।
কোন আমলে শুরু হয়েছিল চেয়ার-টেবিলের ধারা তা সঠিকভাবে বলা যাবে না। মাঠে না গিয়ে ঘনঘন মিটিং করে সমস্যার সমাধান প্রাচ্য দেশীয় না প্রতিচ্যের ঐতিহ্য তা ভালো করে জানা যায় না। ১৯৭৩ সালের চেয়ে ১৯৭৪ সালে চালের মজুদ বেশি ছিল কিন্তু তার পরও দুর্ভিক্ষ হলো কেন। একটিই উত্তর- যথাযথ ব্যবস্থাপনার অভাবে। তবে দূরপ্রাচ্যের লোকেরা কিছুক্ষণের জন্য চেয়ারে বসে। স্যার মিটিংয়ে আছে এ কথাটি আমাদের দেশেই বেশি শোনা যায়। ইংরেজিতে একটি কথা আছে To kill an idea, take it to a meeting. আমাদের দেশে চেয়ার-টেবিল এক মস্তবড় সমস্যা। টেবিলের যে পাশে একটি চেয়ার থাকে সেখানে বসলেই একটি বড় রকমের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে।
বিচারপতি হাবিবুর রহমান লিখেছেন, আমি প্রধান উপদেষ্টা হলে আমার কাছে একটি ফাইল আসে যা তিন মাস আগের। তিনি অফিসারটিকে জিজ্ঞেস করলেন তিন মাস পরে কেন? তিনি যে অফিসারটিকে এ কথা বলেছিলেন, সে তার উপরওয়ালা কর্তাকে কথাটি রিপোর্ট করেন। উপরের কর্তা তাকে নির্দেশ দেন, সব ফাইল তিন মাস আটকিয়ে রাখো। এই হলো আমাদের আমলাতন্ত্র- এই হলো আমাদের দেশ।
জিয়াকে নিয়ে নিবন্ধের শুরু। জিয়াকে উন্নয়নতত্ত্বের ব্যবসায়ী গবেষকদের বুলি-বচন হাওলাত করতে হয়নি। সংস্কার কমিটি হয়েছে। সুন্দর সুন্দর প্রস্তাব তাতে লেখা থাকবে। জনগণের কাছে তার সুফল হয়তো কোনো দিনই পৌঁছবে না। কোনো শাসক জনমনে তার মতো সাড়া জাগাতে পারেনি। সঠিক নেতৃত্ব গতিশীল হলে উন্নয়নের জন্য বৈয়াকরণবিদদের মতো কোনো তত্ত্বকারের প্রয়োজন হয় না। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। জনগণ বর্তমান সরকারের অমঙ্গল কামনা করে না। সেই অনুপাতে সরকার জনমনে সাড়া জাগাতে পারছে না।
লেখক : প্রাবন্ধিক ও রাজনীতিক


আরো সংবাদ



premium cement