১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘চট করে ঢুকে পড়া’ পোস্ট ডিলিট করলেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া - সংগৃহীত

‘যাতে চট করে ঢুকে যেতে পারি’। আসুন প্লিজ, জেলের দরজা খোলা আছে।’ অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেয়া এই ফেসবুক স্ট্যাটাসটি মুছে ফেলা হয়েছে।

জানা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া এক ফোনালাপে তিনি বলেন, ‘আমি দেশের খুব কাছেই আছি, যাতে চট করেই ঢুকে পড়তে পারি।’ তার ওই কথার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ওই স্ট্যাটাসটি দেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই পোস্ট দেন তিনি। তবে এর দুই ঘণ্টা পর বিকেল ৬টার দিকে আসিফ মাহমুদের ফেসবুকে স্ট্যাটাসটি খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনা বলেছেন, ‘আমি দেশের খুব কাছেই আছি, যাতে চট করেই ঢুকে পড়তে পারি।’ তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সাথে ফোনে এই কথা হয় তার।


আরো সংবাদ



premium cement