খালেদা জিয়া সাড়ে ৪ বছরে ৪৭৯ দিন হাসপাতালে ছিলেন
- অনলাইন প্রতিবেদক
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৯, আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৫
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত সাড়ে চার বছরে ৪৭৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
বুধবার মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের এই চিকিৎসক বলেন, কাজেই আপনাদের বুঝতে হবে, ম্যাডামকে এই সরকার জেলখানায় নেয়া পর কারান্তরীণ করে একাকিত্বর মধ্যে রেখেছে, তাকে চিকিৎসা দেননি। তাকে আস্তে-আস্তে সঙ্কটাপূর্ণ অবস্থার দিকে ঠেলে দিয়েছে। এগুলো ছিল সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ।
কারাবন্দি থাকা অবস্থায় সরকার খালেদা জিয়াকে পিজি হাসপাতালে ভর্তি করলে তার যে ধরনের চিকিৎসার দরকার ছিল, সেই চিকিৎসা হয়নি বলে দাবি করেন ডা. জাহিদ।
‘এই কারণে আজকে ম্যাডামের শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে যে কয়েক দিন পরপরই তাকে হাসপাতালে নিতে হচ্ছে। গত ২১ আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আবার ১২ সেপ্টেম্বর ভর্তি করতে হয়েছে,’ বলেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা