জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩, আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৪
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট এ ভাষণ শুরু হয় ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
দায়িত্ব গ্রহণের পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর দুই সপ্তাহ পর আজ আবারো জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তিনি। অবশ্য এর মধ্যে তিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক মাসপূর্তিতে ৫ সেপ্টেম্বর দেশবাসীকে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা