বিএনপির সাথে লেবার পার্টি বৈঠক অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৬
বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে বাংলাদেশ লেবার পার্টির ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যরা হলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মাহবুবুর রহমান খালেদ, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সভায় শেষে ডা. ইরান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে গঠিত অন্তর্বতী সরকারকে গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল সমুহের সংলাপ আয়োজন করে রোডম্যাপ তৈরি, ভারতীয় পানি আগ্রাসনে সৃষ্ট বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করনীয় বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।’
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা