১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রাজনীতি হতে হবে গণমানুষের কল্যাণে : নূরুল ইসলাম বুলবুল

পরশুরামে পথসভায় বক্তব্য রাখছেন নূরুল ইসলাম বুলবুল - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে, রাজনীতি হতে হবে গণমানুষের কল্যাণে। রাজনৈতিক দলের দৃষ্টিতে দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর বৈষম্য থাকতে পারে না। সে জন্যই দেশে জনগণের যেকোনো দুর্ভোগ বা দুর্যোগকালীন জামায়াতে ইসলামী মানুষের পাশে দাঁড়ায়।’

তিনি বলেছেন, ‘মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়ার মূল্য না দিলে আওয়ামী লীগের মতো দেউলিয়া হতে হবে। জামায়াতে ইসলামী জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সবসময় প্রস্তুত রয়েছে।’

রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর পরশুরামে বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রীর উপহার তুলে দিতে গিয়ে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘ দিন ধরে ক্ষমতায় থেকে উন্নয়নের নামে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশের মানুষের মাথায় সাড়ে ১৮ লাখ কোটি টাকার ঋণের বোঝা তুলে দিয়ে শেখ হাসিনা গণভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে।’

তিনি জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা যদি জামায়াতের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তবে পাচার হওয়া প্রতিটি পয়সা পাইপাই করে দেশে ফেরত আনা হবে।’

দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি জানিয়ে তিনি আরো বলেন, ‘অনতিবিলম্বে ফেনীর মুহুরী নদীর বাঁধ সংস্কার করতে হবে। কারণ এই বাঁধের প্রভাবে ভারতের ছেড়ে দেয়া পানিতে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যায় শুধু ফেনীতেই ২৭ জন নিহত হয়েছেন। লাখ-লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আগামী দিনের ক্ষতিরোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরের দেশে লুটপাট, অর্থ পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। দেশে বিচারহীনতা সংস্কৃতি চালু করেছে। শিক্ষাব্যবস্থাকে পুরোটাই ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রতিটি প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে।’

শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, ‘জনগণ জীবনের মায়া ত্যাগ করে দেশকে ভালোবেসে বুকের তাজা রক্ত দিয়ে আবার দেশ স্বাধীন করেছে। দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার দোসররা শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশে প্রতিবিপ্লব ঘটাতে চায়। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র গুড়িয়ে দিতে হবে।’

জনগণের ভাগ্য উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাবে বলেও তিনি ঘোষণা দেন।

সভা শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পরে আসরের নামাজের পর জামায়াত নেতারা ফেনী শহীদ মিনার প্রাঙ্গনে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত পথসভায় অংশগ্রহণ করেন। সভা শেষে বন্যাকবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এরপর সন্ধ্যায় ফেনী জেলার সিলোনিয়া বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর আয়োজিত পথসভায় অংশগ্রহণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এ সময় কেন্দ্রীয়, মহানগরী ও ফেনী জেলার জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
দক্ষিণ আফ্রিকার খনিতে ৬০ জন নিহত : পুলিশ জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

সকল