১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

নিপীড়নের ক্ষোভে থেকেই চার প্রজন্ম নিয়ে বিএনপির জনসভায় এসেছেন ছবুরা

চার প্রজন্ম নিয়ে বিএনপির জনসভায় এসেছেন ছবুরা - ছবি - নয়া দিগন্ত

১৫ বছরের স্বৈরাচার নিপীড়ন নির্যাতনের ক্ষোভ থেকেই চার প্রজন্ম নিয়ে সাতক্ষীরা কলায়োরায় বিএনপির জনসভায় এসেছেন জালালাবাদ ইউনিয়নের বদ্ধাপুর গ্রামের বয়োবৃদ্ধ ছবুরা বেগম।

আজ রোববার জেলার কলারোয়া ফুটবল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় এমনটা দেখা গেছে।

কথা বলে জানা যায়, তিনি শুধু একাই এ জনসভায় আসেননি, এসেছেন আরো চার প্রজন্ম নিয়ে। বয়োবৃদ্ধ ছবুরা, তার মেয়ে খালেদা বেগম, তার নাতনি রোকেয়া, রোকেয়ার দুই মেয়ে মেহেরীন, জান্নাতী।

নিপীড়নের কথা বলতে গিয়ে চোখ ভিজে একাকার ছবুরা ও মেয়ে খালেদার।

ছবুরা বলেন, আমার দুই ছেলে মুহিদ ও ওহিদ শেখ। বিএনপির রাজনীতি করে। আমি বয়স্ক মানুষ। রাজনীতির কিছু বুঝি না। ছেলেদের নামে মামলা হওয়ায় কোর্ট ঘুরে এখন বুঝেছি, এখন প্রয়োজনে রাজনীতি করব, তবুও হাসিনাকে ক্ষমতায় আসতে দিবো না।

খালেদা বেগম বলেন, আমার দুই ভাই বিএনপির কোনো পদে ছিল না। শুধু সমর্থন করত। তাদের নামে অনেক মামলা করে শয়তান আওয়ামী লীগের লোকজন। কারাগার থেকে মুক্তি মিললেও জেলগেট থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ, পরে মুক্তিপণ তিন লাখ টাকার বিনিময়ে আমার ভাইদের এক জায়গায় রেখে যায়। ভাইদের কারণে আমি মায়ের সাথে ঘুরতে কোর্টকাচারি চিনেছি।


আরো সংবাদ



premium cement