১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাজিদের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাজিদের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা - ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাজিদ হোসেনের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বিএনপি।

শনিবার বিকালে বাড্ডায় নিহত সাজিদের বাসভবনে গিয়ে তার পিতা মো. সুলতানের কাছে সহযোগিতার অর্থ তুলে দেন বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাইয়ূম। এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

পরে বাড্ডা থানা বিএনপি'র সাবেক সভাপতি মরহুম তাজুল ইসলাম চেয়ারম্যানের সাতারকুলের বাসায় গিয়ে পরিবারকে সমবেদনা জানান কাইয়ুম।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ জি এম সামছুল, নগর নেতা হযরত কাজী, মাহফুজ চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক দল নেতা হাজ্বী হারুন অর রশিদ এবং বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল কাদের বাবুসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement