১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাংলাদেশকে ধর্মহীন করার ষড়যন্ত্র রুখে দিতে হবে : এ টি এম মাসুম

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা এ টি এম মাসুম বলেছেন, দীর্ঘদিনের বিধ্বস্ত দেশকে পুনর্গঠন এবং আমাদের মাতৃভূমিকে ধর্মহীন করার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শুক্রবার সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ ফরিদপুরের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জসীমউদ্দীন মিলনায়তনে সর্বদলীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য উলামা মাশায়েখ পরিষদের অন্যতম কেন্দ্রীয় উপদেষ্টা, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা হামিদুর রহমান আযাদ, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব, বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, সহকারি মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বিশিষ্ট মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আমির হামজা, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, জেলা উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা বদরুদ্দীন আহমদ, অধ্যাপক আবদুত তাওয়াবসহ বিভিন্ন কওমি আলিয়া মাদরাসার মুহতামিম অধ্যক্ষবৃন্দ।

পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামানের পরিচালনায় সম্মেলনের সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

মাওলানা এ টি এম মাসুম বলেন, পতিত আওয়ামী সরকার দেশের বিভিন্ন অঙ্গন থেকে ইসলামকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল আল্লাহতালা নিজস্ব রহমত দিয়ে তার দ্বীনকে রক্ষা করেছেন।

সাবেক এমপি মাওলানা হামিদুর রহমান আযাদ বলেন, ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রাম, ইংরেজ বিরোধী আন্দোলন এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আলেম-ওলামার সর্বদা অত্যন্ত প্রহরের ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ইউনিভার্সিটি-কলেজে মনোগ্রামে এবং গুরুত্বপূর্ণ স্থানে ইসলাম শব্দ সহ্য করতে পারত না-তারা বিদায় হয়েছে, আমাদেরকে ইসলামে মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে অটুট থাকতে হবে। ইসলামী মূল্যবোধ নিয়ে এদেশে আর কোনো দিন ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, সব ভেদাভেদ ভুলে দ্বীন কায়েমে ঐক্যবদ্ধ প্রচেষ্টার এখনই সময়। খুঁটিনাটি মাসালাগত মতপার্থক্য মুফতি-মুহাদ্দিসদের টেবিলের সীমাবদ্ধ ধাক্কা কাঞ্চনীয়। মেম্বারে, ময়দানে, মাহফিলে জনসমক্ষে কোনো মতপার্থক্য আদৌ কাম্য নয়। দেশ গঠন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পাহারা দেয়া, সর্বোপরি দুর্নীতিমুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে দল-মত নির্বিশেষে আমরা সকলেই কাজ করতে প্রস্তুত।

মুফতি ফখরুল ইসলাম বলেন, শাপলা চত্বরের গণহত্যা চালিয়ে স্বৈরাচারী সরকার আলেমদেরকে উল্টো গ্রেফতার করে নির্যাতন করে অনৈতিক কাজে স্বীকৃত আদায় করেছিল। এখন সময় এসেছে সমস্ত অবিচার দুর্নীতি ও জুলুমের বিচার দাবি করার।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে : দুদু জামায়াত আমিরের সাথে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ আনিসুল-দীপু মনি-পলকসহ নতুন মামলায় ৯ জন গ্রেফতার ঘণ্টা চুক্তি ভাড়া নিয়ে কিশোর রিকশাচালককে হত্যা : গ্রেফতার ২ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা মারবার্গ ভাইরাসে তানজানিয়ায় ৮ জনের মৃত্যু

সকল