১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

উত্তরায় ২৫ শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময়

- ছবি : সংগৃহীত

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী ২৫ পরিবারের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

বৃহস্পতিবার ‘উত্তরা সী শেল রেস্টুরেন্টে’ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অন্যন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভাইস-চ্যান্সেলর ড. অধ্যাপক আবুল হাসান সাদেক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মহিব্বুল্লাহ ও মু. আতাউর রহমান সরকার, বিশিষ্ট ব্যাংকার নূরুল ইসলাম, হলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আমানউল্লাহসহ ২৫ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৫ শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে তাদের সাথে একান্তে কথা বলেন। তাদের পারিবারিক সমস্যার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানে সাধ্যমতো সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তিনি শহীদ পরিবারকে গভীর সহানুভূতি প্রকাশ করে এবং সান্ত্বনা দেন।

সেক্রেটারি জেনারেল তাদের সাবরে জামিল ধারণের তাওফিক এবং সাম্প্রতিক আন্দোলনে নিহতদের শাহাদাত কবুলিয়াত, আহত চিকিৎধীনদের আশু আরোগ্য কামনা, দেশ ও জাতির কল্যাণের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি শহীদ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘ছাত্র-জনতার অনেক ত্যাগ ও কোরবানির মাধ্যমে আমরা দ্বিতীয় বারের মতো বিজয় অর্জন করেছি। তাই এদেশে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও বাকশালীদের স্থান হবে না। কোনো অপরাধী, জুলুমবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অপতৎপরতা সংগ্রামী ছাত্র-জনতা কোনোভাবেই মেনে নেবে না। নতুন করে এদেশে স্বৈরাচারী, বিভাজন ও প্রতিহিংসার রাজনীতি কেউ শুরু করলে তাদেরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যবরণ করতে হবে। তিনি রাজনীতি নয় বরং মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, যারা সাম্প্রতিক আন্দোলনে স্বজন হারিয়েছেন আমরা স্বজন ফিরিয়ে দিতে পারবো না, পারবো না স্বামী হারানো বিধবাদের স্বামী ফিরিয়ে দিতে বরং আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করবো। ছাত্ররা রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছেন জাস্টিস তথা ন্যায়-বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু জাস্টিস প্রতিষ্ঠার অদ্বিতীয় মাধ্যম হচ্ছে কোরআন-সুন্নাহর যথাযথ অনুসরণ। এজন্য বাস্তবজীবনে ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই। আর দেশে ইসলামী আদর্শ বাস্তবায়ন করা গেলে এদেশে জাস্টিস প্রতিষ্ঠিত হবে। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement