১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দেশবাসী আর কোনো জালিম সরকারকে ক্ষমতায় দেখতে চায় না : ডা. শফিকুর রহমান

আমিরে জামায়াতসহ অন্যান্য নেতারা - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশবাসী আর কোনো জালিম সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। অতীতে দেশে নদী শাসন ও উন্নয়নের নামে অর্থ সম্পদ লুটপাট করা হয়েছে। তা আর হতে দেয়া হবে না। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সর্বস্তরের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় স্বৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে যারা জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য তিনি মহান রবের নিকট দোআ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ফখরুদ্দিন-মইনুদ্দিনের জরুরি সরকারের ফসল সাড়ে ১৬ বছরের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। তারা ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে সেনাবাহিনীর চৌকস অফিসারদের নির্বিচারে হত্যা করেছিল। মীর কাশেম আলীর মতো দেশপ্রেমিক নেতাকে মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। তথাকথিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ গঠন করে মিথ্যা অপবাদে জামায়াতের তৎকালীন আমির ও সেক্রেটারি জেনারেল-সহ শীর্ষ নেতাদেরকে হত্যা করে সরকার ভেবেছিল জামায়াত শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় জামায়াত এখন অনেক শক্তিশালী ও স্বনির্ভর একটি দলে পরিণত হয়েছে। দীর্ঘ আওয়ামী দুঃশাসন থেকে এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যূত করে দেশবাসীকে মুক্ত করেছে।’

রাজনগর উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিছবাহুল হাসানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট দক্ষিণ জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আব্দুল মন্নান, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী, জেলা যুগ্ম সম্পাদক আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর আমির হাফেজ অধ্যাপক তাজুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা আমির ফখরুল ইসলাম, বড়লেখা উপজেলা আমির এমাদুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আমির এমরান আহমদ চৌধুরী, হাফেজ আহমদ ফারুক, আনোয়ার হোসাইন, তারেক আজিজ, দেলোয়ার হোসেন বাবলু প্রমুখ।


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, এলো ৭ হাজার কোটি টাকা যেভাবে কাজ করবে রাষ্ট্র সংস্কারে ৬ কমিশন ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলি কমান্ডারের পদত্যাগ ইউক্রেনকে রাশিয়ার আরো গভীরে হামলার অনুমতি দেবে যুক্তরাষ্ট্র! পদত্যাগ করতে রাজি : অপেক্ষার পর বললেন মমতা মধু ব্যবসায় ভাগ্য খুলেছে মুফতি হাবিবুল্লাহ জোয়ারদারের সাপের বিষের বিবর্তন ঘটছে, ভয় ধরাচ্ছে বিজ্ঞানীদের সমীক্ষা বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার : প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ভারতে এবার ৭ বছরের মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্ক বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

সকল