২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

গুম হওয়া কর্মীদের খোঁজ নিতে র‌্যাবের কার্যালয়ে গেলেন ছাত্রশিবির

গুম হওয়া কর্মীদের খোঁজ নিতে র‌্যাবের কার্যালয়ে গেলেন ছাত্রশিবির - ছবি : নয়া দিগন্ত

দীর্ঘ ১১ বছর ধরে গুম হয়ে থাকা পাঁচ ছাত্রশিবির জনশক্তির খোঁজ নিতে র‌্যার হেড কোয়ার্টারে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ২টায় র‌্যাব সদর দফতরে প্রবেশ করেন তারা।

কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি র‌্যাবের ডিজি মো: শহীদুর রহমানের সাথে সাক্ষাৎ করে গুম হওয়া ব্যক্তিদের খোঁজ জানতে চান।

র‌্যাব কার্যালয় থেকে বের হয়ে ছাত্রকল্যাণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী শাসনামলে এই পর্যন্ত আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে। এর মধ্যে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত গুম হওয়া আমাদের পাঁচজন মেধাবী শিক্ষার্থীদের খোঁজ আমরা এখনো পাইনি, আমরা তাদের সন্ধানের জন্য র‌্যাবের হেড কোয়ার্টারে এসেছি। আমরা তাদেরকে ফিরে পেতে চাই, তাদেরকে জীবিত অবস্থায় পরিবারের কাছে পৌঁছে দিতে চাই।’

তিনি বলেন, ‘র‌্যাবের ডিজি মো: শহীদুর রহমান আমাদের সকল কথা শুনেছেন। তারা দ্রুত সময়ে তদন্ত করে আমাদের জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

গুম হওয়া শিক্ষার্থীদের মাঝে রয়েছেন :

১। নাম- শাহ মো: ওয়ালীউল্লাহ, মাতা- আফিফা রহমান, পিতা- মো: ফজলুর রহমান, থানা- কাঠালিয়া, জেলা- ঝালকাঠি। শিক্ষাপ্রতিষ্ঠান- ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ০৪/০২/২০১২ তারিখে ঢাকা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হানিফ গাড়ি (গাড়ি নম্বর ৩৭৫০) থেকে আশুলিয়ার নবিনগর স্থান থেকে গুম করে।

২। নাম- মো: মোকাদ্দেস আলী, মাতা- আয়েশা সিদ্দীকা, পিতা- আব্দুল হালিম, থানা- সদর, জেলা- পিরোজপুর। শিক্ষাপ্রতিষ্ঠান- ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ০৪/০২/২০১২ তারিখে ঢাকা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হানিফ গাড়ি (গাড়ি নম্বর : ৩৭৫০) থেকে আশুলিয়ার নবিনগর স্থান থেকে গুম করে।

৩। নাম- হাফেজ জাকির হোসেন, মাতা- আলেয়া খাতুন, পিতা- তাজ মোহাম্মদ, থানা- মিরপুর জেলা- কুস্টিয়া। শিক্ষাপ্রতিষ্ঠান- ঢাকা ইনসটিটিউট অব মেডিক্যাল টেকনোলজিতে ডেন্টাল শেষ পর্ব। ০২/০৪/২০১৩ তারিখে শ্যামলী রিং রোড়ের ১৯/৬ টিকাপাড়া বাসা থেকে গুম করে।

৪। নাম- মো: জয়নাল আবদেীন, মাতা- হোসনে আরা বেগম, পিতা- নুর মোহাম্মদ, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম। শিক্ষাপ্রতিষ্ঠান- বান্দরবন ডিগ্রি কলেজ। ১৮/০৬/২০১৭ তারিখে বান্দরবন সদর শহরতলির লেমুঝিরি গর্জনিয়াপাড়া মসজিদের কক্ষ থেকে গুম করে।

৫। নাম- রেজোয়ান হোসাইন, মাতা- মোছা: সেলিনা খাতুন, পিতা- মিজানুর রহমান, থানা- বেনাপোল, জেলা- যশোর। শিক্ষাপ্রতিষ্ঠান- বাগাছড়া কলেজ ডিগ্রি কলেজ, যশোর। ০৪/০৮/২০১৬ তারিখে যশোর বেনাপোল পোর্ট সংলগ্ন দুর্গাপুর বাজার থেকে গুম করে।’

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের যে সকল ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে তাদেরকে র‌্যাব নিয়ে গেছে। অন্যদিকে র‌্যাব তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে উঠিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করে এবং আজ পর্যন্ত আমরা তাদের কোনো খোঁজ পাইনি। আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে খুবই উদ্বিগ্ন! আমরা তাদের দ্রুত সন্ধান চাই।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ছাত্র সংঘর্ষ : ঢাবি অধিভুক্ত সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ছাত্র সংঘর্ষ : ঢাবির সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত ৩ সুপারিশে আপত্তি সিইসির র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট সিন্ডিকেটের সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর ইন্তেকাল ট্রাইব্যুনালে পরোয়ানার ৭০ শতাংশ আসামি এখনো গ্রেফতার হয়নি শিক্ষা ও প্রযুক্তি খাতে চীনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা ডা: শফিকের ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর : দুদক বাংলাদেশের সাথে উভয়ের লাভের সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

সকল