২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

অন্তর্বর্তীকালীন সরকারের আলেম প্রতিনিধি হলেন ড. আ ফ ম খালেদ

ড. আ ফ ম খালেদ - ছবি : নয়া দিগন্ত

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আলেম প্রতিনিধি হয়েছেন প্রখ্যাত আলেম অরাজনৈতিক কিন্তু রাজনীতিজ্ঞ ড. আ ফ ম খালেদ হোসেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে তার। প্রতিবেদককে তিনি নিশ্চিত করেছেন।

জাতির উদ্দেশ্যে তিনি বলেন, এখন আমাদের দেশকে গোছাতে হবে। সেজন্য বিশৃঙ্খলা ও লুটতরাজ থেকে বিরত থাকতে হবে। একটি সুন্দর দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

ড. আ ফ ম খালেদ কওমি অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। কওমি অঙ্গন থেকে জেনারেল পরিধি পর্যন্ত সর্বমহলে রয়েছে তার অভূতপূর্ব গ্রহণযোগ্যতা। কর্মজীবনে তিনি কাজ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের গেস্ট টিচার হিসেবে। খণ্ডকালীন অধ্যাপক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের। ওমরগণি এমইএস কলেজ চট্টগ্রামের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছেন। এখন তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস হিসেবে কর্মরত রয়েছে।

প্রবীণ এই আলেম রাজনীতি সচেতন ও বুদ্ধিজীবিতায় উত্তীর্ণ। বিভিন্ন গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লেখেন। আন্তর্জাতিক নানা জার্নালেও তার লেখা প্রকাশিত হয়েছে। নানা পত্রিকার সম্পাদনার সাথেও তিনি যুক্ত। তিনি নিজে কোনো দল করেন না। তবে রাজনীতি সম্পর্কে সবিশেষ খোঁজ-খবর রাখেন। সর্বদা দল-মতের ঊর্ধ্বে থেকে স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এছাড়া তার প্রজ্ঞা, দূরদর্শীতা সর্বজন বিদিত।

ড. আ ফ ম খালিদ হোসেনের পুরো নাম হচ্ছে আবুল ফয়েজ মোহাম্মাদ খালিদ হোসেন। ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়িতে তিনি জন্ম গ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement
ছাত্র সংঘর্ষ : ঢাবি অধিভুক্ত সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ছাত্র সংঘর্ষ : ঢাবির সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত ৩ সুপারিশে আপত্তি সিইসির র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট সিন্ডিকেটের সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর ইন্তেকাল ট্রাইব্যুনালে পরোয়ানার ৭০ শতাংশ আসামি এখনো গ্রেফতার হয়নি শিক্ষা ও প্রযুক্তি খাতে চীনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা ডা: শফিকের ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর : দুদক বাংলাদেশের সাথে উভয়ের লাভের সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

সকল