২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকে নিয়ে মিথ্যা খবর প্রকাশ করার প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকে নিয়ে মিথ্যা খবর প্রকাশ করার প্রতিবাদ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ‘তালা ভেঙে চবির হল দখলে নিলো ছাত্রদল ও ছাত্রশিবির’ শিরোনামে গত (৬ আগস্ট) বুধবার অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরের দীর্ঘ ৪৯ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়ের হলসহ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্বমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এমন কোনো নজির নেই। অথচ শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে ছাত্রশিবিরকে হেয় করার জন্য কতিপয় মিডিয়া নানা সময় অপপ্রচার চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ‘সময়ের কণ্ঠস্বর’ নামক অনলাইন পোর্টালে ‘তালা ভেঙে চবির হল দখলে নিলো ছাত্রদল ও ছাত্রশিবির’ শিরোনামে মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রচার করেছে। একটা সম্ভাবনাময় অনলাইন পোর্টালের এমন কর্মকাণ্ড হতাশাজনক। আমরা এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

নেতৃবৃন্দ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত ঘটনার সাথে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। প্রতিবেদনে ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীদের কোনো বক্তব্যও উল্লেখ নেই। একপাক্ষিকভাবে সংবাদ প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা সাংবাদিককতার নীতির বিরুদ্ধে। আমরা মনে করি, ছাত্রশিবিরকে ছাত্রসমাজের কাছে প্রশ্নবিদ্ধ করতে এবং কোনো দলের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতেই এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে।’

নেতৃবৃন্দ এমন ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আইনানুগ পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একইসাথে কোনো সংবাদ প্রচার করার পূর্বে যাচাই করে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।


আরো সংবাদ



premium cement
ছাত্র সংঘর্ষ : ঢাবি অধিভুক্ত সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ছাত্র সংঘর্ষ : ঢাবির সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত ৩ সুপারিশে আপত্তি সিইসির র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট সিন্ডিকেটের সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর ইন্তেকাল ট্রাইব্যুনালে পরোয়ানার ৭০ শতাংশ আসামি এখনো গ্রেফতার হয়নি শিক্ষা ও প্রযুক্তি খাতে চীনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা ডা: শফিকের ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর : দুদক বাংলাদেশের সাথে উভয়ের লাভের সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

সকল