০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১, ২৭ সফর ১৪৪৬
`

হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

- ছবি : নয়া দিগন্ত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী অন্তত ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া শতাধিক জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে আমরা লক্ষ্য করছি যে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান কর্মসূচি বানচালের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রসমাজের ওপর ব্যাপক গুলি, টিয়ারসেল, হামলা, ধরপাকড় ও গ্রেফতার অভিযান শুরু করেছে। ১৮ জুলাই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রসমাজের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়ে এ পর্যন্ত ১৭ জনকে নিহত এবং বহু ছাত্রকে মারাত্মকভাবে আহত ও গ্রেফতার করেছে। রাজধানী ঢাকার উত্তরায় ছয়জন, ধানমন্ডিতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান ফায়াজ নামে এক শিক্ষার্থী, নরসিংদীতে ১০ম শ্রেণির মেধাবী ছাত্র তাহমিদ ও আসিফ নামে আরেকজন, আফতাবনগরে জিল্লুর শেখ নামে একাদশ শ্রেণির এক ছাত্র, যাত্রাবাড়িতে নাজমুল নামে একজন, বাড্ডায় একজন, সাভারে একজন, চট্টগ্রামে পটিয়া সরকারি কলেজের মুহাম্মাদ ইমাদ নামে একজন এবং পরিচয় না জানা আরেকজন, মাদারীপুরে একজনকে হত্যা করা হয়েছে। গত ১৬ জুলাই ছয়জনকে এবং ১৭ জুলাই রাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাছে সিয়াম নামের এক যুবককে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংসভাবে হত্যা করেছে। আমি সরকারের এসব হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারদের অবিলম্বে মুক্তি দাবি করছি।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা না করে অহমিকা, একগুঁয়েমি ও গোয়ার্তুমি করে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল। জালিম সরকারের কাছে জনগণের জানমালের যেন কোনো মূল্যই নেই। সরকার ছাত্রসমাজের যৌক্তিক দাবিকে অগ্রাহ্য করে পুলিশ ও দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে পাখির মতো গুলি করে নিরীহ ছাত্রদের হত্যা করছে। ফ্যাসিবাদী সরকার যেন জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কর্তৃত্ববাদী সরকার পুরো দেশটাকেই রক্তে রঞ্জিত করেছে। স্বৈরাচারী সরকারের এই হত্যাকাণ্ড বর্বরোচিত ও কাপুরুষোচিত।’

তিনি বলেন, বর্তমান সরকার বিগত ১৫ বছর যাবত ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে জগদ্দল পাথরের মত জোর করে ক্ষমতা দখল করে আছে। বর্তমান জালিম ও ডামি সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের ভোটাধিকার, বাক-স্বাধীনতা এবং মানবাধিকারসহ সকল অধিকার হরণ করেছে। সরকার যেকোনো প্রকারে ক্ষমতায় টিকে থাকতে চায়। বর্তমান ডামি সরকার মনে করে যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তাদের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা ও দায়বদ্ধতা নেই। তারা নাগরিকদের প্রাণ কেড়ে নিতেও কুণ্ঠাবোধ করছে না।

বিবৃতিতে তিনি বলেন, আমি নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের এবং আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে খুনীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি এবং ছাত্রসমাজের দাবির যৌক্তিক সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement