০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

৬ শর্তে আন্দোলন স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতি

৬ শর্তে আন্দোলন স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতি - ছবি : সংগ্রহ

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূতকরণ বিষয়ে কমিটি গঠন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতির পর ছয় শর্তে আন্দোলন স্থগিত করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের (অতিরিক্ত সচিব) সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে মন্ত্রনালয়ের সাথে বৈঠকে দুই দফা দাবি পূরণে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে উভয়পক্ষের সমন্বয়ে কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। বৈঠক শেষে সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে নিম্নোক্ত ছয়টি শর্তে বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শর্তগুলো হচ্ছে

০১। কমিটি গঠন ও রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আরইবির কোনো কর্মকর্তা/কর্মচারী হয়রানির উদ্দেশ্যে পবিসগুলোতে গমন করতে পারবে না।

০২। কমিটিকে পবিসের বিদ্যমান সকল পদের বৈষম্য দূরীকরণ ও একীভূতকরণসহ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নে একটি গ্রহণযোগ্য সুপারিশ দাখিল করতে হবে।

০৩। চুক্তিভিত্তিক/ অনিয়মিত সকল কর্মচারীর স্ব-স্ব পদে নিয়মিত করতে হবে।

০৪। বর্ণিত সময়ের মধ্যে পবিসগুলোর কোনো কর্মকর্তা/কর্মচারীদের কোনো প্রকার হয়রানিমূলক বদলি করা যাবে না।

০৫। এই আন্দোলনের কারণে সাময়িক বরখাস্তকৃত দুজন এজিএম ও স্ট্যান্ড রিলিজকৃত দুজন এজিএমকে স্ব-পদে বহাল এবং এজিএম (ওএন্ডএম) আব্দুল হাকিমকে ২৩ ফেব্রুয়ারি হতে নিয়মিত করতে হবে।
০৬। বিদ্যুৎ বিভাগ কর্তৃক দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে দাবি আদায়ে পুনরায় মাঠে নামতে বাধ্য হবো।

রাজন কুমার দাস বলেন, আমরা বিদ্যুৎ বিভাগ তথা প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থাশীল।

এবং তারাও সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীর প্রতি সহানুভূতিশীল।
তিনি সারাদেশে আন্দোলনরত সকল কর্মকর্তা কর্মচারীর নিজ নিজ ক্ষেত্রে কাজে যোগ দেয়ার অনুরোধ করেন।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ

সকল