১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাগরিকরা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে : নাছিম এমপি

ঢাকা-৮ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকার, মূল্যবোধ ও ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে। একটি দেশ, একটি জাতি তখনই এগিয়ে যেতে পারে যদি তাদের নাগরিকরা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের একজন শেখ হাসিনা আছেন। যিনি বাংলাদেশকে পরিবর্তন ও রূপান্তর করে উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে গেছেন। তিনি আমাদের দারিদ্র, অভাব, অভিযোগ দূর করে মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সফল হয়েছেন। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে নারীরা তাদের অবস্থান তৈরি করতে পারেনি। এই সবটাই সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার জন্য।

তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ যদি আরো এগিয়ে যেতে চায় তাহলে সেখানে শুধু পুরুষরা এগিয়ে গেলেই হবে না, এর পাশাপাশি সমানতালে নারীদেরকেও এগিয়ে যেতে হবে। দেশকে গড়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন। তিনি তার জীবনের অর্ধেকটা সময় কারাগারে কাটিয়েছেন। তাকে ফাঁসিতে ঝুলানোর ভয় দেখানোর পরও তিনি দমে যাননি। তিনি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন। তিনি চেয়েছেন বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াবে। বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এখন তার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে নাছিম বলেন, আমি ব্যক্তিগতভাবে তোমাদের জন্য দোয়া করি। তোমরা যাতে সফলতা অর্জন করতে পারো। তোমাদের নিয়ে তোমাদের বাবা-মার অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নগুলো পূরণের সবকিছুই নির্ভর করে তোমাদের উপর। এখন প্রতিটি সময় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে বাবা-মার স্বপ্ন পূরণ করবে এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা।

তিনি আরো বলেন, তোমাদেরকে আগামীর জন্য প্রস্তুত হতে হবে। তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। তোমরা নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করবে।


আরো সংবাদ



premium cement