০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রনী ভূমিকা পালন করবে’

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রনী ভূমিকা পালন করবে। দেশের জাতিস্বত্বা ও অখণ্ডতা রক্ষা, জনগণের দুঃখ-দুর্দশা লাগব ও মুসলিম উম্মার যেকোনো ইস্যুতে মাঠে ছিল এবং থাকবে।’

বুধবার ময়মনসিংহ মহানগর জামায়াত আয়োজিত থানা দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘জামায়াতের দায়িত্বশীলদের নিজেদের সচেতন হতে হবে এবং জনগনকেও সচেতন করতে হবে। দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, সাংগঠনিক দায়িত্ব যশ-খ্যাতি অহংকারের জন্য না এটা একটা জিম্মাদারি, আমানত ও জবাবদিহিতার জায়গা। আল্লাহ তা’য়ালার কাছে ক্ষমা, মাগফিরাত ও সন্তুষ্টির উসিলা। এই দায়িত্ব আমরা কেউ চেয়ে নেয়নি, ইবাদত হিসেবে এই দায়িত্ব কবুল করেছি এবং পালন করছি। তিনি দায়িত্বশীলদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।’

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক আল-হেলাল তালুকদার, কর্মপরিষদ সদস্য মহসিন খান, হায়দার করিম, আজিজুর রহমান, খন্দকার আবু হানিফ ও আবদুল বারী প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement