১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ভারতকে সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি - নয়া দিগন্ত

আমি ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছি- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উজাড় করে দিয়ে তো তিনি রেজাল্ট পাচ্ছেন। এবারো সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন।

আজ মঙ্গলবার দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‘বেগম খালেদা জিয়ার কোনোভাবেই দেশের বাহিরে যাওয়ার সুযোগ নেই’ আইনমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের মূল লক্ষ্যই হচ্ছে তাকে রাজনীতি থেকে দূরে সরে দেয়া। সেই কারণেই তাকে একটি মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে। এটি একবারই মিথ্যা মামলা এর সাথে বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস। তখন ডাক্তাররা বলেছিলেন ‘লিভার ট্যান্সপ্লান্ট ছাড়া অন্য কোনো পথ নেই’। যা বাংলাদেশের সম্ভব নয়।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকারের কোনো কৃতিত্ব নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যা করেছি আমরাই করেছি, পরিবার, দল করেছে। আমরা বিদেশ থেকে ডাক্তার নিয়ে এসেছি। এটা কোনো সমাধান নয়। একমাত্র সমাধান হচ্ছে, যেখানে তার সঠিক চিকিৎসা হবে সেখানে পাঠানো।

পরিবারে আবেদনক্রমে বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানোর জন্য সকল ব্যবস্থা হয়েছিল- এমন তথ্য জানিয়ে মির্জা ফখরুল বলেন, ফাইনালি এটি যখন প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী তখন এটাকে রিজেক্ট করেছেন। শুধু এটাই নয়, বিভিন্ন মিশনগুলোকেও আমরা চিঠি দিয়েছিলাম। তারা চেষ্টা করেছে। তারা বলেছেন, সরি। ‘উনি (প্রধানমন্ত্রী) শুনবেন না’।

এর উদ্দেশ্যই হচ্ছে তিনি (বেগম খালেদা জিয়া) যাতে কোনোভাবেই মুক্তি না পান সেটি চলছে, এবার নির্বাচনে, ঠিক যেভাবে ’১৮ সালের নির্বাচনের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে। ঠিক সেইভাবেই নির্বাচনের একমাস আগে থেকেই বিএনপি যাতে নির্বাচনে না আসে, সেজন্য দুই দিনে ২৭ হাজার গ্রেফতার করা হয়েছে। সরকার চায় না বিএনপি কোনো নির্বাচনে আসুক। সরকার জানে, বিএনপি নির্বাচনে আসলে তাদের জামানত থাকবে না।

বিএনপি সৃষ্টি হয়েছে দেশের সার্বভৌমত্বের স্বার্থে এমন দাবি করে। মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে যা যা প্রয়োজন তাই তাই করবে। একটা কথা পরিষ্কার করে বলি, আমাদের বক্তব্য আন্দোলন কিন্তু ভারতের বিরুদ্ধে নয়। এটি এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে ভারতের কাছ থেকে দাবিগুলোর আদায় করে নিয়ে আসতে। পানির হিস্যা আলোচনা না করেই চুক্তি করে যাচ্ছে।

বিএনপি ভারতের কাছে বিক্রি হয়েছে, সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা বিক্রি হলে তো সরকারেই থাকতাম। সরকার প্রধান তো আগেই বলেছেন, আমি ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছি। উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারো সব উজাড় করে দিয়ে এসেছেন, আবারো রেজাল্ট পাবেন।


আরো সংবাদ



premium cement
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার জন্যে ইউজিসির তাগিদ সিদ্ধিরগঞ্জে জিএম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হত্যাকারীদের রক্ষা করতেই বুদ্ধিজীবী হত্যার তদন্ত হয়নি : বিআরজেএ ঢাবি শিক্ষক সমিতির কার্যালয়ে ভাঙচুর ফুটপাতে নবজাতকের লাশ, টানাহ্যাঁচড়া করছিল কুকুর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জুলাইয়ের গণ-অভ্যুত্থান : আসিফ নজরুল জর্দানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৬ আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না সিরিয়ায় গম রফতানি স্থগিত রাশিয়ার পাকিস্তানে এমপি ও মন্ত্রীদের বেতন-ভাতার তথ্য প্রকাশ খাগড়াছড়িতে নিকাব পরা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার

সকল