০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কারামুক্ত যুবদলের সভাপতি টুকু

কারামুক্ত যুবদলের সভাপতি টুকু - ছবি : নয়া দিগন্ত

যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু জামিনে কারামুক্ত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন বলে জানিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

মুন্না জানান, রাত সাড়ে ৭টার দিকে সুলতান সালাহউদ্দিন টুকু জামিনে মুক্ত হয়েছেন। যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেল গেটের বাইরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন।’

গাড়িবহরসহ যুবদলের নেতাকর্মীরা সুলতান সালাহউদ্দিন টুকুকে নিয়ে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে আবদুল মোনায়েম মুন্নার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

গত ২৯ এপ্রিল ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে সুলতান সালাউদ্দিন টুকু জামিন আবেদন করলে, তা নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সেই থেকে মুক্তির আগ পর্যন্ত কারাগারে ছিলেন টুকু।

কারাগারের যাওয়ার আগে টুকুর বিরুদ্ধে ৩১৩টি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলায় আদালত তাকে সাড়ে সাত বছরের সাজা দেয়। এই তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন টুকু।

 


আরো সংবাদ



premium cement