১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আদর্শিক সমাজ গঠনের জন্য সাহিত্য অপরিহার্য : শামসুল ইসলাম

আদর্শিক সমাজ গঠনের জন্য সাহিত্য অপরিহার্য : শামসুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

কল্যাণ প্রকাশনীর চেয়ারম্যান সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, সাহিত্য মানব জীবনের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। আদর্শিক সমাজ গঠনের জন্য সাহিত্য অপরিহার্য।

বুধবার (৫ জুন) রাজধানীর একটি মিলনায়তনে কল্যাণ প্রকাশনীর ওয়েবসাইটের শুভ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

কল্যাণ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক জামিল মাহমুদের সঞ্চালনায় এতে লেখক-পাঠক ও কল্যাণ প্রকাশনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আ ন ম শামসুল ইসলাম বলেন, দেশে বহু প্রকাশক ও প্রকাশনী রয়েছে। এসব প্রকাশনী হতে নানা বিষয়ের উপর লাখ লাখ বই প্রকাশ হচ্ছে। কিন্তু আমরা পর্যবেক্ষণ করছি, শত শত বইয়ের ভীড়ে শ্রমিকবান্ধব বই তেমন নেই বললে চলে। দেশের দুই-তৃতীয়াংশ মানুষের সুখ-দুঃখ নিয়ে তেমন কোনো বই প্রকাশ হতে আমরা দেখি না। যা খুবই দুঃখজনক। আমরা মনে করি শ্রমিকরা এদেশের অর্থনীতির চালিকা শক্তি। তাদের নিয়ে চিন্তা-গবেষণা খুব জোরালোভাবে হওয়া উচিত। তাদের জীবনমান উন্নয়নে লেখকদের কলমকে কথা বলতে হবে। গবেষকদের গবেষণার ডালপালা বিস্তার করতে হবে। লেখক-গবেষকদের শ্রমসাধ্য রচনা জাতির সামনে তুলে ধরতে কল্যাণ প্রকাশনী প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, সাহিত্য অমূল্য সম্পদ। সাহিত্য সমাজ থেকে শোষণ, নির্যাতন-নিপীড়ন উৎখাতে ভূমিকা রাখে। সাহিত্য সমাজে ন্যায় বিচার, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা গড়ে তোলার অনুপ্রেরণা জোগায়। সমাজ পরিবর্তনের লক্ষ্যে যারা কাজ করে তাদের জীবনাচরণে সাহিত্যের প্রভাব রয়েছে। সাহিত্য ব্যক্তিকে মার্জিত ও মানবিক করে তোলে। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে। ভবিষ্যৎ পৃথিবীর আবহ তৈরি করে বর্তমানের সাহিত্য।

আ ন ম শামসুল ইসলাম বলেন, পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। তথ্যপ্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে সহজ করে তুলেছে। প্রযুক্তির কল্যাণে ঘরে বসে এখন যেকোনো ধরনের কেনাকাটা করা যায়। পাঠকদের চাহিদার কথা সামনে রেখে কল্যাণ প্রকাশনী আজ তার ওয়েবসাইট কার্যক্রম শুরু করল। এখন থেকে পাঠকরা তাদের পছন্দের বই কল্যাণ প্রকাশনীর যেকোনো বই ঘরে বসে ক্রয় করতে পারবে। ওয়েবসাইটে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। ফলে পাঠককে কোনো ধরনের হয়রানির মুখে পড়তে হবে না।

আমরা আশা করছি, ওয়েবসাইটের মাধ্যমে পাঠকের সাথে কল্যাণ প্রকাশনীর সম্পর্ক আরো মজবুত ও দৃঢ় হবে। পাঠকদের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাজ পরিবর্তনের পথে আরো একধাপ এগিয়ে যাব।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement