১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেয়া বিকৃত মানসিকতার পরিচয় : রেলপথমন্ত্রী

রেলগাড়ি - ফাইল ছবি।

রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বাস মালিকদের সুবিধার জন‍্য ট্রেন বন্ধ রেখে তাদের সুবিধা দেয়া বিকৃত মানসিকতার পরিচয়।

শুক্রবার (১ জুন) দুপুরে পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, রেলকে ব‍্যবহার করে কেউ সুবিধা নেবে এটা দিতে আমরা রাজি না। মাঝে মাঝে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে দুয়েকটি ট্রেন বন্ধ রাখা হয়।

তিনি আরো বলেন, বর্তমানে রেলপথ সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি আসছে। আমরা ভারত থেকে ২০০ বগির জন্য চুক্তি সম্পাদন করেছি। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরো ২৬০টি বগি আসবে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement