জামায়াতকে সমাজসেবার মাধ্যমে গণ সংগঠনে পরিণত করুন : মিয়া গোলাম পরওয়ার
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মে ২০২৪, ২১:০৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতকে সমাজসেবার মাধ্যমে গণ সংগঠনে পরিণত করুন।
শুক্রবার (৩১ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।
জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবারক হোসেন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক জনাব কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য মিয়া গোলাম পরওয়ার বলেন, দুর্যোগে দুর্ভোগে মানবতার সেবার মাধ্যমে জামায়াতকে গণ মানুষের সংগঠনে পরিণত করুন। কর্মপরিষদের সকল বিভাগ শক্তিশালী করার মাধ্যমে সংগঠনকে গতিশীল করুন। বার্ষিক পরিকল্পনার আলোকে প্রতিটি বিভাগের কাজ সুনির্দিষ্টভাবে বাস্তবতার আলোকে সম্পন্ন করার মাধ্যমে মজবুত সংগঠন তৈরি করুন। বিশেষ করে অফিস, প্রচার, বায়তুল মাল, প্রশাসন ও সংগঠন বিভাগের কাজকে মজবুতভাবে গড়ে তুলুন।
তিনি আরো বলেন, এ সরকার অন্যায়ভাবে ষড়যন্ত্র করে, নির্যাতন নিপীড়ন করে জামায়াতকে থামিয়ে রাখতে পারবে না।
আগামী দিনের দেশ পরিচালনার জন্য তথা ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র কায়েমের লক্ষে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করতে হবে। সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সকল ত্যাগ স্বীকার করে আমরা আল্লাহর সন্তোষ অর্জন করতে চাই।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা