১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির - ছবি : নয়া দিগন্ত

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। সোমবার (২৮ মে) নগরীর একটি মিলনায়তনে ১২০ জন শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ডের) সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক মো: শফিউল্লাহ। সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, তোমাদের এ কৃতিত্বের সম্পূর্ণ কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত মহান রব আল্লাহর কাছে। এই সফলতায় তোমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তোমাদের মেধা ও যোগ্যতার সমন্বয়ে তেমনই একটি কুসুম কানন উপহার দিতে চায়। তোমাদের মতো স্বপ্নচারী প্রজন্মকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিকরূপে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবির তোমাদের সফলতার পথে একটি আলোকবর্তিকা ন্যায়, একই সাথে তোমাদের সহযাত্রী হয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চায়।

বিশেষ অতিথির বক্তব্যে আমন্ত্রিত অতিথিরা বলেন, শিবিরের লক্ষ্য একটি সুন্দর, নিরাপদ, ন্যায়ভিত্তিক সোনার বাংলাদেশ গড়া। ছাত্রশিবির তোমাদের হাত ধরে দুনিয়া ও আখিরাতের সফলতার পথে এগিয়ে নিতে চায়। মেধাবীদের পথচলায় ছাত্রশিবির সবসময় পাশে থাকবে, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে অদম্য মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপ সম্মাননা স্মারক বিভিন্ন উপহারসামগ্রী,বই প্রদান করা হয়।

উল্লেখ্য, ছাত্রশিবির প্রতি বছরের ধারাবাহিকতায় যারা মেধার স্বাক্ষর রাখেন সেই অদম্য মেধাবীদের ও কৃতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন পর্যায়ে সংবর্ধনার আয়োজন করে থাকে।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল