১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন - ছবি : নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সোমবার (২৭ মে) ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

তারা বলেন, রাতে প্রবল শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলীয় জেলা সমূহে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ১০-১২ ফুট জলোচ্ছ্বাসে সৃষ্টি হয়েছে। বহু বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি জনপদে প্রবেশ করেছে। বহু মানুষ পানিবন্দী অবস্থায় আছে। উপড়ে পড়েছে বহু গাছপালা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎহীন অবস্থায় আছে প্রায় দেড় কোটি মানুষ।

নেতৃদ্বয় বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো শেষ হয়ে যায়নি। এখনো মাঝারী থেকে ভারী বৃষ্টি ও দমকা প্রবাহিত হচ্ছে। ফলে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। তবে আমরা জেনেছি ঘূর্ণিঝড়ের আঘাতে ঘরবাড়ি বা দেয়ালের নিচে চাপা পড়ে ইতোমধ্যে ১০ জন মানুষের মৃত্যু হয়েছে। শুধু খুলনা বিভাগে এক লাখ ২৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। যার মধ্যে ৩১ হাজার ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বরিশাল ও চট্টগ্রামের জেলাসমূহে অন্তত আরো লক্ষাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।

বিপদাপদ আল্লাহর পক্ষ থেকে আসে উল্লেখ করে নেতৃদ্বয় বলেন, এই দুঃসময়ে আমাদেরকে বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। একইসাথে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ছুটে যেতে হবে। রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে দুর্গত মানুষের কাছে শুকনা খাবার, পানি ও চিকিৎসা সেবা পৌঁছাতে হবে। তাদের বাড়িঘর মেরামতের উদ্যোগ গ্রহণ করতে হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা অতীতের সকল দুর্যোগে যেভাবে মানুষের পাশে ছিল এবারো তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে সংগঠনের পক্ষ থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, অবিলম্বে দেশের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের উদ্যোগে খাবার, পানি ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে হবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ভেঙে যাওয়া বেড়িবাঁধসহ ক্ষতিগ্রস্ত সকল অবকাঠামো দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণ করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা

সকল