০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

১৩ তারিখেই খুন করা হয়েছিল আনারকে!

আনোয়ারুল আজিম আনার - ফাইল ছবি

পশ্চিমবঙ্গের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্য উদঘাটন নিয়ে নানামুখী তৎপরতা চলছে। এ নিয়ে কলকাতাভিত্তিক জি নিউজের একটি প্রতিবেদনে কিছু তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই হত্যায় সথে জড়িত বাংলাদেশে ধরা পড়া তিনজন ৩০ এপ্রিল নাগাদ কলকাতায় আসে। এক দালালের মাধ্যমে রেন্টালে ভাড়া করা ছিল গাড়ি। ৩০ এপ্রিল থেকে ভাড়ার ওই গাড়ি ব্যবহার করা শুরু করে বাংলাদেশী তিন আততায়ী। গাড়ির চালকের জেরায় মিলেছে এই তথ্য। খুনের কয়েক দিন আগে ওই গাড়িতে করে শহরের বিভিন্ন শপিংমল, রিটেল স্টোর সহ একাধিক জায়গায় ঘোরেন তারা।
১৩ তারিখ ওই গাড়িতে করে আনারকে তারা বরানগর থেকে নিউটাউনের ফ্ল্যাটে নিয়ে যায়। পরে ১৪ তারিখ আলাদা আলাদা টাইমে ওই ফ্ল্যাটে থেকে বেরিয়ে গাড়িতে করে যায় তিনজন । তারপরই সম্ভবত বাংলাদেশে ফেরে ওই ত্রয়ী।

জি নিউজ জানায়, ১৩ তারিখ নিউটাউন এর ওই ফ্ল্যাটে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। এর পর সেই লাশ টুকরা টুকরা করা হয়। তিন দিন ধরে সেই বডি পার্ট সারানো হয়। প্রথমে ১৪ তারিখ, ১৫ তারিখ ও ১৮ তারিখ। ওই ফ্ল্যাটের ফ্রিজে রাখা হয়েছিল লাশের অংশবিশেষ। তবে এই লাশের অংশবিশেষ সারানোর দায়িত্ব যাদের ছিল, তাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর তারাই জানে লাশ কোথায় ফেলেছে তারা। ওই ফ্লাট থেকে পুলিশ বেশ কিছু প্লাস্টিক ব্যাগ উদ্ধার করে।

প্রতিবেদনে বলা হয়, ১৩ তারিখ যে তিনজনের সঙ্গে ফ্ল্যাটে ঢুকেছিলেন এমপি আনার, তাদের মধ্যে দুজনকে ১৪ মে সকালে একটি ট্রলি ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। ওই দিন বিকেলের দিকে বেরিয়ে যান আরো একজন, সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। কিন্তু ফ্ল্যাটে ঢুকতে দেখা গেলেও আনারকে বেরোতে দেখা যায়নি। পারিপার্শ্বিক এই তথ্য প্রমাণ থেকেই পুলিশ খুনের বিষয়টি নিশ্চিত হচ্ছে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল