১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন

ফের ৫২ জনকে বহিষ্কার করলো বিএনপি

বিএনপির লোগো - ছবি : সংগৃহীত

আগামী ২৯ মে অনুষ্ঠেয় ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৩য় ধাপে আগামী ২৯ মে ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৪, বরিশাল বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৯, সিলেট বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ১, কুমিল্লা বিভাগে ৬ ও খুলনা বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। কেবল ফরিদপুর বিভাগে এ ধাপে কেউ বহিষ্কার হয়নি।

বহিষ্কার ৫২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন।


আরো সংবাদ



premium cement