১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি : নয়া দিগন্ত

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ কারো ওপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ নিজেরদের শক্তি দিয়ে নিজেদের পায়ের ওপর ভর করে ৭০ সালের পূর্বেও আন্দোলন সংগ্রাম করেছে। ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীতে আমরাও জনগণের ওপর ভর করে আন্দোলন সংগ্রাম করছি। সুতরাং এটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না।

সরকার বিরোধী আগামী কর্মসূচি নিয়ে মিত্র দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ একাংশের সাথে মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সার্বিক বিষয় নিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচিতে দেয়া যায় সেটা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি।

গণধিকার পরিষদের তরুণ নেতারা আগামী আন্দোলন সংগ্রামী তাদের ভূমিকা অক্ষুন্ন রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

শুরু হওয়া ওই বৈঠকে বিএনপির পক্ষে আরো ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নিয়েছেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বৈঠকে অংশ নেন।

গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষ হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বৈঠক শুরু হয়। এতে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের মধ্যে সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি মহাসচিব হারুন আল রশিদ খান, সমাজ মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী। বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।


আরো সংবাদ



premium cement
দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর

সকল