১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন চাই : জামায়াত আমির

কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। - ছবি : সংগৃহীত

‘আমরা দেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন চাই’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংগঠনের কর্মপরিষদ সদস্য হিসেবে আমাদের সবাইকে সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। নেতারা জনবান্ধব হলে সংগঠনের জনসমর্থন যেমন বৃদ্ধি পায়, তেমনি গণভিত্তিও মজবুত হয়। কল্যাণমূলক কাজের মাধ্যমে মজবুত সংগঠন গড়ে তুলে সামগ্রিক পরিবর্তন করা সম্ভব। 

সোমবার কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে আমিরে জামায়াত বলেন, ‘দীর্ঘদিন পর কেন্দ্রীয় কর্মপরিষদের পূর্ণাঙ্গ বৈঠক করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল-হামদু লিল্লাহ। আমি গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করি সাবেক আমির অধ্যাপক গোলাম আযম এবং সাবেক আমিরে জামায়াত ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা একেএম ইউসুফ, অধ্যাপক একেএম নাজির আহমাদ, মাওলানা আবদুস সুবহান ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের সকলকে কবুল করুন এবং তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

আমিরে জামায়াত বলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে আপনারা এই সংগঠনের অভিভাবক এবং দেশ ও জাতির বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনকারী। বাংলাদেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দেয়া হয়েছে। দেশে আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবিধান প্রদত্ত সভা-সমাবেশ করার অধিকার কেড়ে নেয়া হয়েছে। রাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দেয়া হয়েছে। ব্যাংক ও ব্যাংকিং খাত আজ লুটেরাদের দখলে। দেশে শিল্প, ব্যবসা-বাণিজ্য, উৎপাদন-বিনিয়োগ ও কর্মসংস্থানের পথ আজ রুদ্ধ হয়ে পড়েছে। সরকার অর্থের উৎসসমূহ ও বিদেশী সংস্থা থেকে ঋণ গ্রহণ করে ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ করছে। দেশের অর্থনীতি আজ বিধ্বস্ত।

দুনিয়ায় মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত। সেই আদালতে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে সরকার আদালতকে ব্যবহার করে সাজা প্রদানের ব্যবস্থা করেছে।

দেশের নির্বাচন ব্যবস্থা বলতে আজ কিছু নেই। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন, এ সময়ের মধ্যে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনসমূহ এবং অতি সম্প্রতি উপজেলা নির্বাচনে সরকারি দলের কেন্দ্র দখল ও ভোট লুটপাটের ঘটনা দেশে নির্বাচন ব্যবস্থাকে পুরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। সরকার মূলত দেশকে একটি নির্বাচনহীন রাষ্ট্রে পরিণত করেছে।

এ অবস্থায় গোটা জাতিকে পুনর্গঠন করা ছাড়া বিপর্যয়ের হাত থেকে দেশ ও দেশের মানুষকে উদ্ধার করা সম্ভব নয়। আমি কর্মপরিষদের সদস্যদেরকে দরদি মন নিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। আমাদের নিজেদেরকে সর্ব প্রথম দাঈ ইলাল্লাহ হিসেবে ভূমিকা পালন করতে হবে। মানুষকে সচেতন করতে হবে। জাহান্নামের আযাব থেকে নিজেদের, নিজেদের পরিবারবর্গ, প্রতিবেশি, সমাজ ও দেশকে বাঁচাতে হবে।

আমিরে জামায়াত বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করে দেয়ার জন্য শিক্ষা কারিকুলামে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। অনৈতিক ও আদর্শহীন শিক্ষা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। এ অবস্থায় আমাদের ভবিষ্যত প্রজন্মকে অনৈতিক ও অপসংস্কৃতির সয়লাব থেকে মুক্ত রাখার জন্য অভিভাবকসুলভ ভূমিকা পালন করতে হবে।

আমিরে জামায়াত কর্মপরিষদ সদস্যদের উদ্দেশে আরো বলেন, এ সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করার জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে সাজানো মামলায় ফাঁসির দণ্ড দিয়ে ফাঁসি কার্যকর করেছে। তারা ভেবেছিল জামায়াত নেতৃত্ব শূন্য হয়ে যাবে এবং জেল-জুলুম-নির্যাতনের মাধ্যমে জামায়াতকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে। কিন্তু তাদের সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছে। তাদের প্রতিটি আঘাতে জামায়াত আরো শক্তিশালী হয়েছে। কর্মপরিষদ সদস্যদেরকে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প!

সকল