যুবদলের সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
- অনলাইন প্রতিবেদক
- ১১ মে ২০২৪, ১৪:৩৩, আপডেট: ১১ মে ২০২৪, ১৬:০৮
যুবদলের পূর্বঘোষিত সমাবেশে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার এবং জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ করছে যুবদল।
আজ শনিবার বেলা ৩টায় সমাবেশ শুরু হবে। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন নেতাকর্মী। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। বন্দী নেতাদের মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন সমাবেশে আসা নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সঞ্চালনায় থাকবেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না।
এদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।